Madhyamik Exam Result 2022 : প্রথম দশে ১১৪, কলকাতার মাত্র এক, কী বলছেন শিক্ষাবিদরা?
Madhyamik Exam Result 2022 : ইংরেজি মাধ্যম স্কুলের প্রতি ঝোঁক ? শহরের মেধাবী পড়ুয়ারা অন্য বোর্ডের দিকে ঝুঁকেছে? কী কারণে মাধ্যমিকে মেধাতালিকায় স্থান করে নিতে পারছে না কলকাতার পড়ুয়ারা?
কলকাতা : প্রথম দশে ১১৪ কৃতী। সেখানে কলকাতার মাত্র এক জন। আজ মাধ্যমিকের ফল প্রকাশ ( Madhyamik Exam Result) হওয়ার পরই এর কারণ নিয়ে নানা চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। গত কয়েক বছরে মাধ্যমিকের প্রথম দশে কলকাতার ছাত্রছাত্রীরা তেমন জায়গা করে নিতে পারেনি। এবার মাধ্যমিকের মেধাতালিকায় কলকাতা থেকে একজন রয়েছে। পাঠভবনের পড়ুয়া শ্রুতর্ষি ত্রিপাঠী । চতুর্থ হয়েছে সে। পেয়েছে ৬৯০ নম্বর। মেধাতালিকায় যুগ্ম প্রথমের থেকে ৩ নম্বর কম।
২০২০ সালে মাধ্যমিকের মেধাতালিকায় কলকাতার কেউ ছিল না। গত বছর করোনার জেরে মাধ্যমিক পরীক্ষা হয়নি। ফলে মেধাতালিকা প্রকাশ করা হয়নি। শুক্রবার ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সেখানেই দেখা যায়, মেধাতালিকায় জেলার দাপট।
কিন্তু, কেন কলকাতার পড়ুয়ারা মাধ্যমিকের মেধাতালিকায় জায়গা করে নিতে পারছে না? জেলার পড়ুয়ারা বছরের পর বছর কলকাতার পড়ুয়াদের মেধাতালিকায় কীভাবে টেক্কা দিচ্ছে? কী বলছেন শিক্ষাবিদরা?
বিষয়টিকে অবশ্য এ ভাবে দেখতে চাইছেন না শিক্ষাবিদ তথা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সচিব দেবাশিস সরকার। তিনি বলেন, “কলকাতাকে কেন আলাদা করে দেখা হবে? যদি দেখতে হয়, তাহলে বৃহত্তর কলকাতা হিসেবে দেখতে হবে। যেখানে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া রয়েছে।” এই তিন জেলার আরও ১১ জন মেধাতালিকায় রয়েছে। কলকাতাকে আলাদা হিসেবে দেখতে না চাইলেও তিনি বলেন, “শহরে যে পরিবারের সামর্থ্য রয়েছে, তারা ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করাচ্ছে।” ফলে শহরের মেধাবী পড়ুয়াদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে পড়াশোনা করছে না।
কলকাতার পড়ুয়াদের মেধাতালিকায় আসতে না পারা নিয়ে প্রধান শিক্ষক সংগঠনের সদস্য চন্দন মাইতি বলেন, “সরকারি স্কুলগুলি দীর্ঘদিন বন্ধ রয়েছে। ফলে যেসব পরিবারের সামর্থ্য রয়েছে, তারা সন্তানদের বেসরকারি স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করেছে। কারণ সেখানে অনলাইনে পড়াশোনা হচ্ছে।” হিন্দু স্কুল, হেয়ার স্কুলের মতো শহরের নামী স্কুলের পড়ুয়াদের নামও মেধাতালিকায় আসেনি। এর কারণ হিসেবে তিনি বলেন, দীর্ঘদিন স্কুল বন্ধ থাকা ও অনলাইন ক্লাস না হওয়ার ফলে পড়ুয়াদের ক্ষতি হয়েছে।
কলকাতার নাম মেধাতালিকায় তুলেছে পাঠভবনের শ্রুতর্ষি। আজ সকালে বাবার পাশে বসে টিভিতে চোখ রেখেছিল সে। মা ঠাকুরঘরে ছেলের জন্য প্রার্থনা করছিলেন। শ্রুতর্ষি আশা করেছিল, মেধাতালিকায় সাত-আট নম্বরে থাকবে। চতুর্থ হতে পেরে তার হাসি আরও উজ্জ্বল হয়েছে। একইসঙ্গে তার হাত ধরেই মেধাতালিকায় জ্বলজ্বল করছে কলকাতার নাম।