CPIM: প্রতিশ্রুতির বন্যা বইছে, কোনটা হয়েছে? সিঙ্গুরে শিল্পায়নের স্বপ্ন ফেরির পরেই মমতাকে প্রশ্ন বামেদের

CPIM: সিঙ্গুরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন করে ফেরি করেছেন শিল্পায়নের স্বপ্ন। যা নিয়েই এবার তীব্র কটাক্ষবাণ শানালেন বাম নেতারা।

CPIM: প্রতিশ্রুতির বন্যা বইছে, কোনটা হয়েছে? সিঙ্গুরে শিল্পায়নের স্বপ্ন ফেরির পরেই মমতাকে প্রশ্ন বামেদের
ছবি - মমতাকে কটাক্ষ বামেদের
Follow Us:
| Edited By: | Updated on: Jun 03, 2022 | 11:33 PM

কলকাতা: যে সিঙ্গুর (Singur) থেকে পালাবদলের ডাক দিয়েছিলেন সেই সিঙ্গুরেই গিয়েই ফের নতুন করে শিল্প সম্ভাবনার কথা শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মুখে। নতুন করে ফেরি করেছেন শিল্পায়নের স্বপ্ন। শ্রীরামপুরে সিপিআইএম জেলা পার্টি অফিসে বসে এ নিয়ে তীব্র কটাক্ষ করলেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। মমতার বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়ে তিনি বলেন, “চালাকি করে মিথ্যাচার করে বেশিদিন চালানো যায় না। কিছু খবর রাখেন উনি? দেশের গর্ব বাংলার গর্ব চিত্তরঞ্জনের নামে নামাঙ্কিত চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস্। এবছরও দেশের মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি হর্স পাওয়ারের ইঞ্জিন সময়ের আগে তৈরি করেছে। অথচ এখন বরাত দিচ্ছে উত্তরপ্রদেশ ও গুজরাতে কোচ ফ্যাক্টরিকে। এই সব ফ্যাক্টরিতে টেকনোলজি দিয়েছে আমাদের চিত্তরঞ্জন ফ্যাক্টরি। এখানে দেশের শুধু নয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো ইঞ্জিন তৈরি হয়”। এখানেই না থেমে তীব্র কটাক্ষবান শানিয়ে তিনি আরও বলেন, “উনি তো শালিমারে বলেছিলেন কার হাব হবে। তিনি যা বলেন তা সম্পূর্ণ মিথ্যা। হিন্দমোটরের কোম্পানিকে স্টে থাকার সত্বেও সেখানে তার সরঞ্জাম পাচার করতে সাহায্য করছে তার পুলিশ এবং তার তৃণমূল।  সেখানে সিন্ডিকেট রাজকে দিয়ে তিনি এখন রেসিডেন্সিয়াল কমপ্লেক্স প্রমোট করার দিকে যাচ্ছেন। যেমন হেরিটেজ গুলোকে প্রোমোটারদের হাতে তুলে দিয়েছেন রিয়েল এস্টেট করার জন্য”। 

প্রসঙ্গত এদিন সিঙ্গুরে গিয়ে মমতা বলেন, “আপনারা জমি ফেরত পেয়েছেন। এখানে কোটি কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। একদিকে সবুজ জমি, অন্যদিকে শিল্প, সিঙ্গুরের উন্নয়নের জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। কোচ ফ্যাক্টরি হচ্ছে উত্তরপাড়ায়। হিন্দমোটর্সে কারখানা হচ্ছে। ডানকুনিতে ফ্রেড করিডর।”  মমতার বক্তব্য নিয়ে আক্রমণ শানিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তীও। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী ২০০৮ থেকে ২০১০ সাল অবধি যা বলেছেন তা যদি তাঁকে এখনও বলতে হয় তাহলে বুঝতে হবে তিনি ১২-১৪ বছর আগে যা বলছিলেন তা এখনও কার্যকর হয়নি। শিল্প এবং কৃষি পাশাপাশি চলবে এতা তিনি যখন সরকারে ছিলেন না তখন ওনার দাবি ছিল। উনি সরকারে  আছেন ১২ বছর ধরে। সেই দাবির কতটা পূরণ হল?”  

অন্যদিকে কোচ ফ্যাক্টরির পাশাপাশি মমতার বাকি বক্তব্য নিয়েও এদিন তীব্র আক্রমণ শানান সেলিম। তিনি বলেন, “সিঙ্গুরে অ্যাগ্রোইন্ডাস্ট্রি হবে? এগ্রিকালচারটাই তো নষ্ট হয়ে গেছে গোটা রাজ্যে। কৃষকরা ফসলের দাম পাচ্ছে না। আলু চাষীরা আলুর দাম পায়নি। তখন মুখ্যমন্ত্রী চুপ। দক্ষিণবঙ্গে আলু চাষ করতে গিয়ে সর্বস্বান্ত হয়েছে চাষীরা। তিনি বলছেন এখন নাকি অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রি হবে!  উনি অনেক কিছু হাবের কথা বলেছেন,কোনটা হয়েছে?”