TMC Candidate List: মহাভারতে যাহা অর্জুন, তাহাই পার্থ, ব্যারাকপুরের ‘রথে’ কে চড়তে চলেছেন জানেন
TMC Candidate List: ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপির তরফে টিকিট দেওয়া হয়েছিল অর্জুন সিং-কে। ভোটে জিতে সাংসদ হন তিনি। পরে ফিরে যান তৃণমূলে। তবে দল বারবার বদলালেও ওই এলাকায় অর্জুনের দাপট যে এখনও প্রকট, তা কারও অজানা নয়। দলের দীর্ঘদিনের সৈনিক তিনি। একসময় তিনি ছিলেন দলের অন্যতম ভরসার জায়গা।

কলকাতা: ব্যারাকপুরের রাজনীতিতে এবার নতুন সমীকরণ? তৃণমূলের প্রার্থী তালিকায় মিলতে পারে তেমনই ইঙ্গিত। সূত্রের খবর, তালিকায় ৪২ জনের মধ্যে নাম থাকছে না অর্জুন সিং-এর। বর্তমানে ব্যারাকপুরের সাংসদ তিনি। তাঁর জায়গায় ওই কেন্দ্রে প্রার্থী হতে পারেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। পার্থর ওপর যে দলের ভরসা বাড়ছে, সেই নিদর্শন সম্প্রতি পাওয়া গিয়েছে একাধিকবার। সন্দেশখালি-কাণ্ডেও পরিস্থিতি সামাল দিত মাঠে নামানো হয়েছিল পার্থ ভৌমিককে। তাঁকেই এবার সাংসদ পদের জন্য টিকিট দেওয়া হতে পারে।
২০১৯-এর লোকসভা ভোটে বিজেপির তরফে টিকিট দেওয়া হয়েছিল অর্জুন সিং-কে। ভোটে জিতে সাংসদ হন তিনি। পরে ফিরে যান তৃণমূলে। তবে দল বারবার বদলালেও ওই এলাকায় অর্জুনের দাপট যে এখনও প্রকট, তা কারও অজানা নয়। দলের দীর্ঘদিনের সৈনিক তিনি। একসময় তিনি ছিলেন দলের অন্যতম ভরসার জায়গা। রাজনৈতিক মহলের মতে, তাঁর সংগঠন এতটাই পোক্ত যে বিজেপিতে যোগ দিলেও জিততে অসুবিধা হয়নি তাঁর।
তবে সম্প্রতি অর্জুন সিং-এর সঙ্গে বিধায়ক সোমনাথ শ্যামের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে যায়। তাঁদের বিরোধ থামাতে মাঠে নামতে হয় তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। গত মঙ্গলবারই অর্জুন সিং-কে নবান্নে যেতে দেখা যায়। সেখানে টিকিট নিয়ে আলোচনা হয়েছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়।





