Beleghata: ঘরে টিভি চলছে, মদের গেলাস রাখা… জানলায় উঁকি দিয়েই প্রতিবেশিরা বুঝে যান ভিতরে অন্য কেস…

Beleghata: এলাকার লোকজনের কথায়, এমনিতে ভাল মানুষই ছিলেন খোকন। খুব অল্প বয়স থেকে কাঠের কাজ করেন। নিয়মিত নেশা করার প্রবণতা ছিল। তাঁর স্ত্রী অসুস্থ হওয়ায় উলুবেড়িয়ায় মেয়ের বাড়িতে থাকেন। এখানে একাই থাকতেন তিনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। 

Beleghata: ঘরে টিভি চলছে, মদের গেলাস রাখা... জানলায় উঁকি দিয়েই প্রতিবেশিরা বুঝে যান ভিতরে অন্য কেস...
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ঘটনার কথা। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 05, 2024 | 8:07 AM

কলকাতা: বাড়িতে একাই থাকতেন বছর ৭০-এর ব্যক্তি। এলাকার লোকজন ৩-৪ দিন ধরে তাঁকে দেখতে পাননি। এরপরই সোমবার বাড়ির ভিতর থেকে বাজে গন্ধ নাকে আসে। পাড়ার কয়েকজন জানলায় উঁকি মেরে দেখেন, ঘরের ভিতর টিভি চলছে, মদের গেলাসও রাখা। এরপরই পুলিশ এসে দরজা ভেঙে দেখে খোকন পাচাল নামে ওই কাঠের মিস্ত্রীর নিথর দেহ উদ্ধার করে। ১৩২/৬ বেলেঘাটা মেইন রোডের বাসিন্দা ছিলেন তিনি।

প্রতিবেশিদের দাবি, ওই ব্যক্তি নিয়মিত মদ্যপান করতেন। এলাকার বাসিন্দা বাবাই কর বলেন, “৩-৪ দিন বাড়ির বাইরে বেরোচ্ছিলেন না কেউ। এরইমধ্যে গন্ধ নাকে আসে। পিছনের জানলা খুলে দেখি ঘরে টিভি চলছে। মদ রাখা রয়েছে। কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এরপরই আমরা থানায় খবর দিই। পুলিশ এসে গেট ভেঙে ঢোকে। আমিও ঢুকি। ঘরে কাউকে দেখা যাচ্ছিল না। হঠাৎ দেখি খাটের নিচে পড়ে, দু’টো পা উপরের দিকে। এরপরই পুলিশ এসে দেহ উদ্ধার করে।”

এলাকার লোকজনের কথায়, এমনিতে ভাল মানুষই ছিলেন খোকন। খুব অল্প বয়স থেকে কাঠের কাজ করেন। নিয়মিত নেশা করার প্রবণতা ছিল। তাঁর স্ত্রী অসুস্থ হওয়ায় উলুবেড়িয়ায় মেয়ের বাড়িতে থাকেন। এখানে একাই থাকতেন তিনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।