Justice Abhijit Gangopadhyay: আজ ‘মঙ্গলবার’, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ‘বড় ঘোষণা’র দিন…
Justice Abhijit Gangopadhyay: জোর জল্পনা, বিচারপতি পদ থেকে সরে দাঁড়িয়ে এবার রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত কয়েকদিন এমন জল্পনা তুঙ্গে। রবিবার তিনি ইস্তফার খবর দেওয়ার পর এ নিয়ে প্রশ্নও করা হয়েছিল। যদিও তাঁর উত্তর ছিল, "মঙ্গলবার দেড়টার সময় কোর্টে মাষ্টারদা সূর্যসেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর দেব।"
কলকাতা: আজ সেই মঙ্গলবার। গত ৩ মার্চ যে মঙ্গলবারের কথা শুনিয়ে রেখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজই কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। আর সেই ইস্তফার পরই দুপুর দেড়টায় মাস্টারদা সূর্যসেনের মূর্তির নিচে দাঁড়িয়ে অনেক কিছুই বলার কথা তাঁর। বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজেই বলেছেন সে কথা।
নির্বাচনের আবহে এ রাজ্য অনেক কিছুই দেখেছে অতীতে। রাজনীতিকদের দলবদল থেকে তারকার রাজনীতিতে যোগ, ২০২১ থেকে ভোট তো চমকে চমকে চমকিত করে রাখছে রাজ্যবাসীকে। তবে যা শোনা যাচ্ছে, তাতে অন্যান্য সব চমক মুখ থুবড়ে পড়তে চলেছে ২০২৪-এর লোকসভা ভোটের সামনে। এ নিয়ে বসন্তেও বাংলার হাওয়া যখন গরম, সেই আবহে আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিচারপতির ইস্তফার পথে হাঁটা।
জোর জল্পনা, বিচারপতি পদ থেকে সরে দাঁড়িয়ে এবার রাজনীতির আঙিনায় পা রাখতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত কয়েকদিন এমন জল্পনা তুঙ্গে। রবিবার তিনি ইস্তফার খবর দেওয়ার পর এ নিয়ে প্রশ্নও করা হয়েছিল। যদিও তাঁর উত্তর ছিল, “মঙ্গলবার দেড়টার সময় কোর্টে মাস্টারদা সূর্যসেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর দেব।”
তবে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “একজন বিচারপতি হিসাবে আমার সম্মানীয় দায়িত্ব শেষ। এবার আমি বৃহৎ জনগণের স্বার্থে কাজ করতে চাই, বৃহৎ ক্ষেত্রে কাজ করতে চাই। আমার মনে হয় একমাত্র রাজনীতির মাধ্যমেই এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।” এরপরই যে প্রশ্নটা আসে, কোন দল? এখনও অবধি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জবাব, “মঙ্গলবার বেলা দেড়টা, মাস্টারদা সূর্য সেন…।”