Arup Biswas: ২৪ ঘণ্টার বদলেই সিদ্ধান্ত বদল! পুরনো দায়িত্বে ফিরলেন অরূপ

Arup Biswas: বড় জেলা বলেই কি এতজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে নাকি অভিষেকের গড় ডায়মন্ড হারবারে বিশেষ নজর রাখতে চাইছে শীর্ষ নেতৃত্ব, সেই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে।

Arup Biswas: ২৪ ঘণ্টার বদলেই সিদ্ধান্ত বদল! পুরনো দায়িত্বে ফিরলেন অরূপ
দায়িত্বে ফিরলেন অরূপ বিশ্বাস
Follow Us:
| Edited By: | Updated on: Feb 11, 2022 | 1:01 AM

কলকাতা : রাজ্যে পুরভোটের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে ঘাসফুল শিবিরের অন্দরে অস্থিরতা চোখে পড়ছে। দক্ষিণ ২৪ পরগনার কো-অর্ডিনেটরের দায়িত্ব থেকে সরানো হয়েছিল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের তাঁকে সেই পুরনো পদে ফেরানো হল। বুধবার ওই জেলায় কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছিল কুণাল ঘোষ ও শওকত মোল্লাকে। এবার অরূপকেও রাখা হল সেই দায়িত্বে। শুভাশিস চক্রবর্তী, কুণাল ও শওকতের সঙ্গেই ওই দায়িত্ব সামলাবেন অরূপ বিশ্বাস। বড় জেলা বলেই কি এতজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে নাকি অভিষেকের গড় ডায়মন্ড হারবারে বিশেষ নজর রাখতে চাইছে শীর্ষ নেতৃত্ব, সেই প্রশ্নই ঘুরছে রাজনৈতিক মহলে। একই সঙ্গে জলপাইগুড়ি, পূর্ব বর্ধমানের দায়িত্বেও থাকবেন অরূপ বিশ্বাস।

দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব থেকে সরিয়ে পূর্ব বর্ধমানের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। পুলক রায়ের ওপর অনেকগুলো জেলার দায়িত্ব থাকায় পূর্ব বর্ধমানের দায়িত্ব দেওয়া হয় অরূপকে। যদিও এই বিষয়টাকে সরানো বলা চলে না বলে উল্লেখ করেছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, একজনের কাঁধে অতিরিক্ত দায়িত্ব থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে দল।

তবে ডায়মন্ড হারবার নিয়ে যখন বিতর্ক তৈরি হয়েছে, তখন এই রদবদল তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। বিশেষত, শওকত মোল্লাকে কো-অর্ডিনেটরের দায়িত্বে আনার বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক মহল। ওই এলাকায় জাহাঙ্গির খান- বিরোধী গোষ্ঠীর নেতা বলেই পরিচিত শওকত। এই জাহাঙ্গির খান অভিষেক ঘনিষ্ঠ নেতা বলেই পরিচিত। সম্প্রতি জাহাঙ্গির খানের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে। আর এরপরই শওকত মোল্লাকে দায়িত্ব দিতে চেয়ে দল কোনও বার্তা দিতে চেয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

উল্লেখ্য, প্রার্থী তালিকা নিয়ে ডায়মন্ড হারবারের বিতর্ক তৈরি হয়েছে। দলের তরফে দ্বিতীয় তালিকা প্রকাশের পরও ডায়মন্ড হারবারের কোনও কোনও ওয়ার্ডে দেখা যায় বিভ্রান্তিকর ছবি। দেখা যায়, দ্বিতীয় তালিকাকে তোয়াক্কা না করে প্রথম তালিকায় নাম থাকা অনেকেই প্রচার শুরু করেছেন পুরোদমে। প্রথম তালিকা অনুসারেই মনোনয়ন পেশ করেছেন প্রার্থীরা। এই অস্বস্তিকর ছবি প্রকাশ্যে আসতেই রিপোর্ট তলব করা হয়েছে বলে সূত্রের খবর। দক্ষিণ ২৪ পরগনা জেলা নেতৃত্বের কাছ থেকে সেই রিপোর্ট চেয়েছে দলের শীর্ষ নেতৃত্ব।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা