Assembly Election Results 2021 LIVE Streaming: সারাদিন ধরে গণনার সব আপডেট সরাসরি, কোথায়, কীভাবে দেখবেন?

Assembly Election Results 2021 LIVE Streaming Today: বাড়িতে বসে অথবা বাইরে কাজে গিয়ে, যে কোনও জায়গা থেকেই সহজে দেখে নিন দেশের পাঁচ বিধানসভা নির্বাচনের ফলাফলের লাইভ আপডেট।

Assembly Election Results 2021 LIVE Streaming: সারাদিন ধরে গণনার সব আপডেট সরাসরি, কোথায়, কীভাবে দেখবেন?
মুঠোফোনেও আপডেট পান সহজেই
Follow Us:
| Updated on: May 02, 2021 | 7:17 AM

কলকাতা: অন্যান্য বারের তুলনায় এ বারের নির্বাচন (West Bengal Assembly Election 2021) অনেক বেশি রঙিন বলেই মত রাজনৈতিক মহলের। ভোটের আগে দল বদলেছেন গুরুত্বপূর্ণ নেতারা। ভবানীপুর ছেড়ে ঐতিহাসিক নন্দীগ্রামে একসময়ের সহযোদ্ধা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে লড়াই হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। টিকিট না পেয়েও শিবির ছেড়েছেন অনেকেই। টালিগঞ্জ থেকে একগুচ্ছে তারকা যোগ দিয়েছেন রাজনীতিতে। প্রচারে এসেছেন খোদ বাঙালির মহাগুরু মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সব মিলিয়ে এ বার নির্বাচনে চমকের পর চমক। বুথ ফেরৎ সমীক্ষায় ইঙ্গিত মিলেছে হাড্ডাহাড্ডি লড়াই হবে জোড়াফুল আর পদ্ম শিবিরের। তাই ২ মে সকাল থেকে টানটান উত্তেজনা বাংলা জুড়ে। পশ্চিমবঙ্গ (West Bengal) ছাড়াও বিধানসভা ভোট হয়েছে অসম (Assam), কেরল (Kerala), পুদুচেরি (Puducherry) ও তামিলনাড়ুতে (Tamilnadu)। সেই চার রাজ্যেরও ফল ঘোষণা আজ। ঘরে বসে অথবা রাস্তা থেকে, সারাদিনের আপডেট কীভাবে পাবেন?

TV9 বাংলা:

আজ রবিবার, ছুটির দিন। তাই সকাল থেকে ঘরে বসেই আপডেট দেখবেন বেশির ভাগ মানুষ। সকাল ৮ টা থেকে শুরু গণনা। TV9 বাংলা চ্যানেলে বঙ্গযুদ্ধের ফলাফলের সব আপডেট সরাসরি পাওয়া যাবে। রাজ্যের একাধিক গণনা কেন্দ্রে রয়েছেন TV9 বাংলার প্রতিনিধিরা। সেখান থেকেই সরাসরি আপডেট দেবেন দিনভর। তাই চোখ রাখুন TV9 বাংলা চ্যানেলে।

ফেসবুক লাইভ স্ট্রিমিং:

সাধারণ মানুষের জীবন এখন অনেকটাই মুঠোফোনে আবদ্ধ। আপডেট পেতে ফেসবুকটা একবার স্ক্রল করে নিতে চান অনেকেই। TV9 বাংলায় থাকছে সে ভাবে আপডেট পাওয়ার সুযোগ। ফেসবুক পেজে চলবে লাইভ স্ট্রিমিং। https://www.facebook.com/TV9BanglaLive এই পেজে চোখ রাখুন। লাইভ স্ট্রিমিং ছাড়াও গণনা সংক্রান্ত সব খবরের আপডেটও পাওয়া যাবে এই পেজে।

ইউটিউব লাইভ স্ট্রিমিং:

রবিবার হলেও যাঁদের কর্মসূত্রে বাইরে বেরতে হচ্ছে, তাঁদের টিভি দেখার সুযোগ নেই। তাই বলে ফলাফলের খবর থেকে বঞ্চিত করবে না বাংলা। https://www.youtube.com/channel/UCHCR4UFsGwd_VcDa0-a4haw ইউটিউবে এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিলে সারাদিন সব আপডেট পাওয়া যাবে সহজেই। ইউটিউব চ্যানেলে দিনভর চলবে লাইভ স্ট্রিমিং। ফলে মোবাইলে সহজেই মিলবে আপডেট, টিভি দেখার প্রয়োজন পড়বে না।