AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Behala Purba Election Result 2021 Live: বেহালা পূর্বে রত্না বনাম পায়েল, আশাবাদী তৃণমূল

বেহালা পূর্বে (Behala Purba Assembly Election Result Live Update) তৃণমূলের তরফে লড়ছেন রত্না চট্টোপাধ্য়ায় ও বিজেপির তরফে লড়ছেন পায়েল সরকার। দেখুন এই কেন্দ্রের সব তথ্য এক নজরে।

Behala Purba Election Result 2021 Live: বেহালা পূর্বে রত্না বনাম পায়েল, আশাবাদী তৃণমূল
নিজস্ব চিত্র
| Updated on: May 02, 2021 | 7:07 AM
Share

দক্ষিণ ২৪ পরগনা: বেহালা পূর্ব দক্ষিণ ২৪ পরগনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছেন রত্না চট্টোপাধ্য়ায়, যিনি শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী। শোভনবাবু বিজেপিতে যোগদানের পর তাঁকে বেহালা পূর্বে প্রার্থী করা হবে কি না তা নিয়ে বিস্তর জল্পনা চলছিল। যদিও শেষ পর্যন্ত বিজেপির তরফে ওই কেন্দ্রে শোভনের বদলে তারকা প্রার্থী পায়েল সরকারকে মনোনীত করে বিজেপি। এরপরেই, শোভনবাবু ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় একরকম সরে দাঁড়ান।

সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ১৫৩ নং বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র কলকাতা পৌরসংস্থার ১১৫ থেকে ১১৭ ও ১২০ থেকে ১২৪ নং ওয়ার্ডগুলি এবং ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের জোকা-১ ও জোকা-২ গ্রাম পঞ্চায়েতগুলি নিয়ে গঠিত। বর্তমানে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রটি কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[১] পূর্বে এই কেন্দ্রটি যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছিল।

১৯৭১ সালে বেহালা পূর্ব কেন্দ্র থেকে কংগ্রেসের ইন্দ্রজিত মজুমদার জয়লাভ করেন। সিপিআই(এম)-এর নিরঞ্জন মুখোপাধ্যায় ১৯৭১, ১৯৬৯ ও ১৯৬৭ সালের নির্বাচনে জয়লাভ করেছিলেন। তার আগে বেহালা পূর্ব ও বেহালা পশ্চিম একক বেহালা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ছিল। ১৯৬২ ও ১৯৫৭ সালের নির্বাচনে সিপিআই প্রার্থী রবীন্দ্রনাথ মুখোপাধ্যায় বেহালা বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। ১৯৫১ সালে ভারতের প্রথম নির্বাচনে ফরওয়ার্ড ব্লক (আরজি)-এর বীরেন রায় এই কেন্দ্র থেকে জয়লাভ করেন। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে ১১২ নং বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে সিপিআই(এম)-এর কুমকুম চক্রবর্তী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের শোভন চট্টোপাধ্যায়কে পরাজিত করে জয়লাভ করেছিলেন। ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের পরশ দত্ত সিপিআই(এম)-এর কুমকুম চক্রবর্তীকে পরাজিত করেছিলেন। সিপিআই(এম)-এর কুমকুম চক্রবর্তী ১৯৯৬ সালে কংগ্রেসের সোনালি গুহকে এবং ১৯৯১ সালে কংগ্রেসের শৈলেন দাশগুপ্তকে পরাজিত করেছিলেন। সিপিআই(এম)-এর নিরঞ্জন মুখোপাধ্যায় ১৯৮৭ সালে কংগ্রেসের দেবাশিষ ভট্টাচার্যকে, ১৯৮২ সালে কংগ্রেসের বলরাম গোস্বামীকে, এবং ১৯৭৭ সালে কংগ্রেসের ইন্দ্রজিত মজুমদারকে পরাজিত করেন।

২০১৬ বিধানসভা নির্বাচন

২০১৬ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে পরাজিত করেছিলেন শোভন।

২০২১ বিধানসভা নির্বাচন

এই নির্বাচনে এই কেন্দ্রে এ বার প্রার্থী হয়েছেন শোভন-জায়া রত্না। মমতা বন্দ্য়োপাধ্যায়  এই কেন্দ্রে প্রার্থী ঘোষণার সময়ে বলেছিলেন ‘নারীর সুরক্ষায়নে’ এই নির্বাচন। শোভন-রত্নার দাম্পত্যে টানাপোড়েনের জেরে কিছুটা ‘সহানুভূতিশীল ভোট’ও পেতে পারেন রত্না এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। অন্যদিকে, বিজেপির তরফে তারকা প্রার্থী পায়েল সরকার ‘নরমে-গরমে’ প্রতিপক্ষ হতে পারেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।