Ayan Sil: অয়নের দুর্নীতির হদিস পেতে গোটা পরিবারকেই ইডির তলব, আজই হাজিরা দিতে হবে মা-বাবাকে

Ayan Sil: সূত্রের খবর, বর্তমানে গোটা পরিবারই রয়েছে ইডি-র স্ক্য়ানারে। আজ সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তলব করা হয়েছে অয়ন শীলের বাবা ও মা-কে।

Ayan Sil: অয়নের দুর্নীতির হদিস পেতে গোটা পরিবারকেই ইডির তলব, আজই হাজিরা দিতে হবে মা-বাবাকে
অয়ন শীলের বাবা-মা ও স্ত্রী (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 19, 2023 | 11:15 AM

কলকাতা: দুর্নীতিকাণ্ডে কোমর বাঁধছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার অয়ন শীলের বাবা ও মা-কে তলব ইডি-র। বুধবার সকাল সাড়ে ১০টায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে তাঁদের। আগামী শুক্রবার তলব তাঁর স্ত্রী কাকলি শীল ও ছেলে অভিষেক শীলকে। অয়নের ছেলের নামে একাধিক পেট্রল পাম্প ও স্ত্রী-র নামে সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। চাকরির বিক্রির টাকাই কি ঢুকেছে এই পেট্রল পাম্প ও ব্যবসায়? খতিয়ে দেখছে ইডি।

সূত্রের খবর, বর্তমানে গোটা পরিবারই রয়েছে ইডি-র স্ক্য়ানারে। আজ সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে তলব করা হয়েছে অয়ন শীলের বাবা ও মা-কে। মূলত অয়নের সম্পত্তি ও ব্যবসা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে। ইডি সূত্রে খবর, অয়নের ছেলে অভিষেক শীলের নামে একাধিক পেট্রল পাম্প, রেস্তোরাঁ রয়েছে। শুধু তাই নয়, তাঁর সঙ্গে জয়েন্ট পার্টনার রয়েছে অভিষেকের এক বান্ধবী শ্বেতা। গোয়েন্দাদের অনুমান, ব্যবসার টাকা চাকরি বিক্রির টাকা থেকেই গিয়েছে।

কেন্দ্রীয় গোয়েন্দারা মনে করছেন, নিয়োগ দুর্নীতির যে টাকা অয়ন শীল নিয়েছিলেন। সেই টাকার মোটা অংশ তাঁর পরিবারের নামে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা হয়েছে। সেই সংক্রান্তই প্রশ্নের জন্য এ দিন ডাকা হয়েছে অয়নের বাবা-মা-কে।

অয়ন শীলের বিরুদ্ধে তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রিয়েল এস্টেট ব্যবসা থেকে শুরু করে সিনেমা প্রযোজনা, কোথায় দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে পুরোদমে। এবার এনফোর্সমেন্টের ডিরেক্টরেটের আতস কাচের নিচে সেই অয়ন শীলের লকার। ইডি সূত্রে খবর, নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত অয়ন শীলের বেশ কয়েকটি লকার রয়েছে। অয়ন শীল ও তাঁর স্ত্রী কাকলি শীলের নামে সেই সব লকার রয়েছে বলে জানা যাচ্ছে। লকার সম্পর্কে জানতে ব্যাঙ্ক কর্তৃপের সঙ্গে যোগাযোগ রাখেন ইডি আধিকারিকরা।