Drugs Recover in Kolkata: রবীন্দ্রসরোবর এলাকায় পড়ে ছিল মুখ বন্ধ ব্যাগ, খবর পেয়েই ছুটল পুলিশ
Drugs Recover in Kolkata: চলতি মাসেই বারাসতের হৃদয়পুর মোড় থেকে ৩৫ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করে এসটিএফ ও বারাসাত থানার পুলিশ। এছাড়া গত মাসে এয়ারপোর্ট থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছিল বেঙ্গল এসটিএফ।
কলকাতা : শহরের রাস্তায় উদ্ধার কয়েক লক্ষ টাকার গাঁজা। বুধবার সকালে রাস্তায় একাধিক ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ব্যাগের ভিতর কী আছে, তা জানতে কৌতূহল বাড়ে তাঁদের। তবে সে সব ব্যাগে হাত না দিয়ে আগেই থানায় জানান বাসিন্দারা। ঘটনাস্থলে যায় পুলিশ। ব্যাগ খুলতেই উদ্ধার হয় কেজি কেজি গাঁজা। রবীন্দ্রসরোবর থানা এলাকার বিবেকানন্দ পার্ক এলাকা থেকে ওই ব্যাগগুলি উদ্ধার করা হয়েছে। মোট পাঁচ বস্তা গাঁজা ছিল বলে জানিয়েছে পুলিশ।
রবীন্দ্রসরোবর থানা এলাকার পুলিশ বস্তাগুলি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। কোথা থেকে, কীভাবে ওই বিপুল পরিমাণ গাঁজা ওই এলাকায় এল, কারা এগুলি ফেলে রেখে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।
চলতি মাসেই বারাসতের হৃদয়পুর মোড় থেকে ৩৫ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করে এসটিএফ ও বারাসাত থানার পুলিশ। যার বাজারমূল্য ছিল লক্ষাধিক টাকা। তবে এভাবে কলকাতার রাস্তা থেকে গাঁজা ভর্তি ব্যাগ পড়ে থাকতে খুব বেশি দেখা যায়নি।
গত মার্চ মাসে এয়ারপোর্ট থানার গৌরীপুরে বেঙ্গল এসটিএফ দেড়শো কেজি গাঁজা উদ্ধার করে। একটি দশচাকা লরিতে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গল এসটিএফ-এর একটি দল যশোর রোডের উপর গৌরীপুরে একটি সন্দেহজনক দশচাকা লরি আটক করেছিল। গাড়ির কেবিন খুলতেই উদ্ধার হয় প্রায় দেড়শো প্যাকেট গাঁজা।