Mukul Roy: ছেলের অত্যাচারে বাড়ি ছাড়া মুকুল! বিস্ফোরক অভিযোগ দিলীপের, সত্যিটা জানালেন শুভ্রাংশু
Drugs Recover in Kolkata: ছেলে চিকিৎসা করাননি কেন? সেই প্রশ্নও তুলেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক নেই মুকুল রায়ের। বিজেপির ঘাড়ে দায় চাপানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
কলকাতা: পরিবারের অত্যাচারে বাড়ি ছেড়ে চলে গিয়েছেন বর্ষীয়ান রাজনীতিক মুকুল রায়! এমন বিস্ফোরক দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে অত্যাচার করার অভিযোগ তুলেছেন তিনি। আর মুকুলের এই দিল্লি যাত্রার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই বলেও স্পষ্ট জানিয়েছেন দিলীপ। তবে বিজেপি সাংসদের সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন শুভ্রাংশু রায়। বরং সোমবার সন্ধ্যায় শুভ্রাংশু দাবি করেছিলেন, বাবাকে অপহরণ করেছেন কেউ বা কারা। পরে দিল্লি বিমানবন্দরে দেখা যায় তাঁকে। সংবাদমাধ্যমে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায় জানান, তিনি স্বেচ্ছায় দিল্লি গিয়েছেন। মঙ্গলবার রাতে তাঁর সঙ্গে দেখা করে কথা বলেন রাজ্য পুলিশের আধিকারিকেরা।
মুকুল দিল্লি যাওয়ার পর থেকেই বেড়েছে জল্পনা। বিজেপিতে যোগ দিতেই মুকুল দিল্লি গিয়েছিলেন কি না, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। বুধবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘যিনি বাংলার চাণক্য, তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নাকি হারিয়ে গিয়েছেন। তিনি কি বাচ্চা ছেলে? মুখে চুসি কাঠি নিয়ে ঘুরে বেড়ান?’ দিলীপ আরও বলেন, ‘আমার মনে হয়, বাড়ির লোকের অত্যাচারে উনি বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। উনি বাড়িতে খুব কষ্টে ছিলেন। ছেলে অত্যাচার করে। তৃণমূলও ওঁর ওপর অত্যাচার করেছে।’ ছেলে চিকিৎসা করাননি কেন? সেই প্রশ্নও তুলেছেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, বিজেপির সঙ্গে কোনও সম্পর্ক নেই মুকুল রায়ের। বিজেপির ঘাড়ে দায় চাপানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
দিলীপের অভিযোগ প্রসঙ্গে শুভ্রাংশু রায় বলেন, ‘আমাদের বাড়ির পাশে পিসির বাড়ি রয়েছে, মামার বাড়ি রয়েছে। আত্মীয়-স্বজন অনেকেই এই এলাকায় থাকেন। বাবাকে অত্যাচার করা হত কি না, সেটা তাঁরা বলবেন।’ শুভ্রাংশু জানিয়েছেন, তাঁর সঙ্গে পুলিশের মাধ্যমে তাঁর বাবার কথা হয়েছে। সজ্ঞানেই এইই কাজ করেছেন বলে ছেলেকে জানিয়েছেন মুকুল রায়।
সাম্প্রতিককালে রাজনীতির ময়দানে সেভাবে দেখা যায়নি বিধায়ক মুকুলকে। এক সময়ের বিচক্ষণ রাজনীতিক কার্যত হারিয়ে গিয়েছেন বলেই মনে করেন বিশ্লেষকরা। তবে সোমবার যা ঘটল, তাতে আবারও চর্চায় উঠে এসেছেন মুকুল রায়। তিনি নিজে দাবি করেছেন, তাঁকে কেউ অপহরণ করেনি। অমিত শাহের সঙ্গেও কথা হয়েছে তাঁর।