Babul Supriyo: ‘অভিশপ্ত’ কাঞ্চনজঙ্ঘার স্মৃতি নিয়ে শুভজিতের দেহ ফিরতেই ছুটলেন বাবুল, মন্ত্রীকে দেখে উঠল গো ব্যাক স্লোগান
Babul Supriyo: এদিন সন্ধ্যায় বাবুল সুপ্রিয় যখন ওই বাড়িতে যান তখন এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়লেন। গো ব্যাক স্লোগানে উত্তাল হয়ে উঠল জামির লেন। ভোটের পর থেকে বিধায়ককে দেখা যায়নি এমন অভিযোগে সরব হলেন এলাকার লোকজন।
কলকাতা: বাবুল সুপ্রিয়কে দেখেই উঠল গো ব্যাক স্লোগান। উত্তাল জামির লেন। এদিন ভোর চারটের সময় বালিগঞ্জের জামির লেনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় বলি শুভজিৎ মালির দেহ আসে। তখন পৌঁছে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। গত দু’দিন ধরে স্থানীয় রাজনৈতিক নেতারা খোঁজখবর নিলেও এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় কোনওরকম খোঁজ খবর নেয়নি বলে দাবি শুভজিৎ মালির পরিবারের, দাবি এলাকার একটা বড় অংশের লোকজনেরও। তাতেই বাড়ছিল ক্ষোভ। অবশেষে বাবুল সুপ্রিয়োর দেখা মিলতে তা আছড়ে পড়ে।
এদিন সন্ধ্যায় বাবুল সুপ্রিয় যখন ওই বাড়িতে যান তখন এলাকার মানুষের বিক্ষোভের মুখে পড়লেন। গো ব্যাক স্লোগানে উত্তাল হয়ে উঠল জামির লেন। ভোটের পর থেকে বিধায়ককে দেখা যায়নি এমন অভিযোগে সরব হলেন এলাকার লোকজন। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওই এলাকা। এদিকে বিক্ষোভের জেরে রীতিমতো অস্বস্তিতে পড়তে দেখা যায় রাজ্যের মন্ত্রীকে। বেশিক্ষণ ওই এলাকায় না থেকেই ফিরেই গেলেন।
ছেলে হারানোর খবর আসতেই সোমবার থেকেই বালিগঞ্জের ১৭ জামির লেনে শুভজিতের বাড়িতে শোকের ছায়া। সোমবারই ছিল শুভজিতের মেয়ের জন্মদিন। কাজের সূত্রে প্রায়শই ভিন রাজ্যে যেতে হয় শুভজিতকে। সম্প্রতি গিয়েছিলেন নাগাল্যান্ডে। মেয়ের জন্মদিন উপলক্ষে বাড়ি ফিরতে ধরেছিলেন ‘অভিশপ্ত’ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর হয়নি ফেরা। দুর্ঘটনার পর থেকে তাঁর নিষ্প্রাণ দেহ ছিল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মর্গে। অবশেষে এদিন তা আনা হয় বাড়িতে।