ISF-TMC : পুলিশ-আইএসএফ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র ধর্মতলা, গ্রেফতার নওশাদ

ISF-TMC : তৃণমূল-ভাঙড় সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। এবার তার রেশ এসে পড়ল ধর্মতলায়।

ISF-TMC : পুলিশ-আইএসএফ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র ধর্মতলা, গ্রেফতার নওশাদ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 21, 2023 | 6:30 PM

কলকাতা : তৃণমূল আইএসএফের ঝামেলায় এদিন দিনভর উত্তপ্ত থাকল ভাঙড়। যার রেশ এসে পড়ল এবার কলকাতাতেও। ধর্মতলায় পথ অবরোধে সামিল হতে দেখা গেল আইএসএফের কর্মী সমর্থকদের। এদিনই আইএসএফের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভাঙড়ে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল দলের তরফে। অভিযোগ, সেই কর্মসূচিতে আসতে আইএসএফ কর্মীদের বাধা দেয় তৃণমূল। যদিও তৃণমূলের পাল্টা দাবি তাঁদের তিনটি পার্টি অফিস ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছেন আইএসএফ কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। যার রেশ এসে পড়ল ধর্মতলায়।

  1. গোটা ধর্মতলা মোড়ই কার্যত আইএসএফ সমর্থকদের দখলে চলে গিয়েছে। তাঁদের একটাই দাবি, ভাঙড়ে যে অশান্তি হয়েছে তার দায় প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের। তাঁর দলের লোকেরাই এদিন দিনভর অশান্তি পাকিয়েছে। তাই যতক্ষণ না আরাবুলকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণে তাঁদের আন্দোলন চলবে। তেমনটাই বলেছেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী।isf clash
  2.  আইএসএফ কর্মীদের হটাতে ধর্মতলায় মোতায়েন পুলিশের বিশাল বাহিনী। আইএসএফ কর্মীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস পুলিশের। অন্যদিকে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি আইএসএফ কর্মীদের। অবরোধকারীদের হটাতে ব্যাপক লাঠিচার্জও শুরু করে পুলিশ।
  3. আইএসএফ কর্মীদের হামলা পুলিশের কিয়স্কগুলিতে। চলে ব্যাপক ভাঙচুর। কোথাও কোথাও পুলিশের গাড়িতেও চলে ভাঙচুর। ভেঙে ফেলে দেওয়া হয় গার্ডরেল। ধর্মতলায় হাজির পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তারা।ISF bengal
  4. গ্রেফতার আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। ক্ষোভে ফেটে পড়লেন দলের কর্মীরা। অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা এলাকায়।
  5. আহত হন একাধিক পুলিশ কর্মী। আহত হন বহু আইএসএফ কর্মীও। নওশাদকে আটক করতেই নতুন করে আরও বাড়ে উত্তেজনা।
  6. পুলিশে পুলিশে ছয়লাপ গোটা ধর্মতলা চত্বর। মূল অবস্থানের জায়গা লাঠিচার্জ করে ফাঁকা করে দিয়েছে পুলিশ। পার্কস্ট্রিটের দিকে যাওয়ার রাস্তাতেও বেড়েছে পুলিশের ভিড়। নওশাদ ছাড়াও আরও ১৫ জন আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।
  7. এদিকে শনিবার ছুটির দিনে নিউ মার্কেটে নেমেছিল মানুষের ঢল। কিন্তু, আচমকা এ ঘটনা ঘটে যাওয়ায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষেরা। উত্তেজনার জেরে বন্ধ হয়ে যায় সিংহভাগ দোকান।