Abhishek Banerjee: লোকসভার আগে এবার ময়দানে ‘অভিষেকের দূত’
Abhishek Banerjee: চব্বিশের নির্বাচনের আগে ময়দানে নামছে অভিষেকের দূত। সূত্রের খবর, হাওড়া থেকে সমস্ত মন্ত্রী, বিধায়ক, সাংসদদের উপস্থিতিতে শুরু হতে চলেছে এই কর্মসূচি। প্রসঙ্গত, আগে দিদিকে বলো কর্মসূচিও চালু করা হয়েছিল।
কলকাতা: পঞ্চায়েতের (Panchayat Election) প্রাক্কালে মাঠে বিশেষ কর্মসূচি নিতে দেখা গিয়েছিল ঘাসফুল শিবিরকে (Trinamool Congress)। মাঠে নেমেছিল দিদির দূতেরা। যা নিয়ে ব্যাপক সাড়া পড়ে গিয়েছিল গোটা বাংলায়। সাংসদ থেকে বিধায়ক, সভাধিপতি থেকে জেলা প্রেসিডেন্ট, জেলা চেয়ারম্যান, দলীয় মুখপাত্ররা কোমর বেঁধে নেমে পড়েছিলেন ময়দানে। আম-আদমির দরজায় দরজায় ঘুরে শুনছিলেন তাঁদের সমস্যার কথা। নানাবিধ সরকারি প্রকল্পের কথা তুলে ধরছিলেন সাধারণ মানুষের কাছে। এবার মাঠে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
চব্বিশের নির্বাচনের আগে ময়দানে নামছে অভিষেকের দূত। সূত্রের খবর, শনিবার হাওড়া থেকে সমস্ত মন্ত্রী, বিধায়ক, সাংসদদের উপস্থিতিতে শুরু হতে চলেছে এই কর্মসূচি। প্রসঙ্গত, আগে দিদিকে বলো কর্মসূচিও চালু করা হয়েছিল। যেখানে ফোন করে নানা সমস্যার কথা জানাতে পারতেন সাধারণ মানুষ। পরবর্তীকালে অভিষেককে ফোনও চালু হয়েছিল। টোল ফ্রি নম্বরে ফোন করে শুরুতে যেখানে সমস্যার কথা জানাতে পারতেন ডায়মন্ড হারবারের মানুষজন।
শুরু থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছিল এই কর্মসূচি। পরবর্তীকালে ডায়মন্ড হারবারের মানুষদের পাশাপাশি রাজ্যের নানা প্রান্তের মানুষই এখানে তাঁদের সমস্যার কথা জানাতে পারতেন। এবার দিদির দূতের সঙ্গে নাম মিলিয়ে অভিষেকের দূত কর্মসূচি শুরু হওয়ায় তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, লোকসভা ভোটের আগে জনসংযোগে নতুন করে জোর দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে দলের তরফে। যদিও এখন দেখার সেই ছাপ কতটা দেখা যায় লোকসভা ভোটের ফলাফলে। প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যে ৪২টি আসনের মধ্যে ২২টি আসনে জিতেছিল ঘাসফুল শিবির।