Mamata Banerjee: কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সিভিকের পুজো বোনাসে কোনও তফাৎ নেই, জানিয়ে দিলেন মমতা

Puja Bonus: পুজোয় রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের বোনাসের তারতম্যের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এদিনই সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, 'পুজোয় কলকাতা পুলিশের সিভিক বোনাস পাবে পাঁচ হাজার তিনশত টাকা করে, আর বাকি রাজ্যে কর্মরত সিভিক পাবে দু'হাজার টাকা করে। এটা কেমন বিচার?'

Mamata Banerjee: কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সিভিকের পুজো বোনাসে কোনও তফাৎ নেই, জানিয়ে দিলেন মমতা
সিভিকদের পুজো বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 13, 2023 | 5:31 PM

কলকাতা: কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের বোনাসের মধ্যে কোনও পার্থক্যই নেই। কলকাতা পুলিশে যে সিভিক ভলান্টিয়াররা কাজ করেন, তাঁদের সমহারেই বোনাস পাবেন রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়াররাও। শুক্রবার এক্স হ্যান্ডেলে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, সমস্ত সিভিক ভলান্টিয়ারই ৫ হাজার ৩০০ টাকা করে বোনাস পাবেন।

পুজোয় রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের বোনাসের তারতম্যের অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এদিনই সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘পুজোয় কলকাতা পুলিশের সিভিক বোনাস পাবে পাঁচ হাজার তিনশত টাকা করে, আর বাকি রাজ্যে কর্মরত সিভিক পাবে দু’হাজার টাকা করে। এটা কেমন বিচার? দক্ষিণ কলকাতা কেন্দ্রিক প্রশাসন এতটা এক চোখা, এত পক্ষপাতদুষ্ট? কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পাঁচ হাজার তিনশত টাকা করে বোনাস পেতেই পারেন, এতে আমার কোনও আপত্তি নেই, কিন্তু রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়াররাই যেন সমান অঙ্কের বোনাস পান, কোনও বৈষম্য চলবে না।’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে কারও নাম উল্লেখ না করে লেখেন, ‘কিছু খারাপ মানসিকতার বাহক রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের মধ্যে ভাগাভাগির চেষ্টা করছে। আমি নিশ্চিত করছি রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারও পুজো বোনাস হিসাবে ৫ হাজার ৩০০ টাকা পাবেন। যেমন কলকাতা পুলিশ পাচ্ছে। আশা কর্মীরাও ৫ হাজার ৩০০ টাকাই বোনাস পাবেন।’