Bengal BJP: ভোটের আগে আটঘাট বেঁধে ময়দানে BJP, বদল বিভিন্ন জেলার সভাপতি, নতুন দায়িত্ব পেলেন কারা?
Bengal BJP: শুধু তাই নয়, আলিপুরদুয়ারে পঞ্চায়েত ভোটের খারাপ ফলাফলের পর বর্তমানে দায়িত্ব দেওয়া হল মনোজ টিজ্ঞাকে। এছাড়াও দক্ষিণ কলকাতা জেলা সভাপতি বদল করা হয়েছে।
কলকাতা: সংগঠন ঢেলে সাজাচ্ছে বিজেপি। প্রতি লোকসভা কেন্দ্র পিছু একটি সাংগঠনিক জেলা। আর জেলা সভাপতি হলেন ছ’জন বিধায়ক। গেরুয়া শিবির সূত্রে খবর, জেলাসভাপতিদের একটি নতুন তালিকা এসেছে। দক্ষিণ কলকাতার জন্য যাদবপুর সাংগঠনিক জেলা তৈরি করা হয়েছে। সল্টলেক সাংগঠনিক জেলাকে বিলোপ করা হয়েছে। তার বদলে বারাসাত সাংগঠনিক জেলার আওতায় সল্টলেক ও দক্ষিণ দমদমকে রাখা হয়েছে।
শুধু তাই নয়, আলিপুরদুয়ারে পঞ্চায়েত ভোটের খারাপ ফলাফলের পর বর্তমানে দায়িত্ব দেওয়া হল মনোজ টিজ্ঞাকে। এছাড়াও দক্ষিণ কলকাতা জেলা সভাপতি বদল করা হয়েছে। দক্ষিণ কলকাতার জেলা সভাপতি পরিবর্তন হয়েছে।নতুন সভাপতি অনুপম ভট্টাচার্য। কোচবিহারের দায়িত্ব পেলেন মনোজ টিজ্ঞা। বনগাঁয় কাউন্সিলর দেবদাস মণ্ডলের পরিবর্তে শান্তনু ঠাকুর ঘনিষ্ঠকে দায়িত্ব দেওয়া হয়েছে। বদল হয়েছে বারাসত,ব্যারাকপুরের জেলা সভাপতি। পরিবর্তন হয়েছে মথুরাপুরের জেলাসভাপতিও। তমলুকে জেলাসভাপতি পরিবর্তন হয়েছে। এছাড়া কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ সুদাম পণ্ডিতকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া বিষ্ণপুর ও আসানসোলেও জেলা সভাপতি পরিবর্তন করা হয়েছে। তবে পুরনো যে সকল সভাপতিরা ভাল লড়াই দিয়েছেন তাঁদেরকে রাখা হয়েছে। তার মধ্যে ঝাড়গ্রাম, বীরভূম, উত্তর কলকাতার জেলা সভাপতি একই রয়েছেন।
বস্তুত, আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপি। কয়েকদিন পরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আসছেন বঙ্গ সফরে। তার আগেই লোকসভা কেন্দ্রিক জেলা ও নতুন সভাপতির নাম ঘোষণা বঙ্গ বিজেপির।