Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal BJP: ১৫ দিনের মেগা টার্গেট, বাংলার কোনায় কোনায় রামের ‘বন্দনায়’ বঙ্গ বিজেপি

Ram Mandir: বিশ্ব হিন্দু পরিষদের তরফে আগেই রাম মন্দির উদ্বোধনের আগে ঘর ঘর যাত্রার কথা ঘোষণা করা হয়েছিল। এবার সেই ঘর ঘর যাত্রায় অংশ নেবেন বিজেপির নেতা-কর্মীরাও। ১ জানুয়ারি থেকে শুরু হবে বাংলায় বিজেপির নেতা-কর্মীদের ঘর ঘর যাত্রা কর্মসূচি। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

Bengal BJP: ১৫ দিনের মেগা টার্গেট, বাংলার কোনায় কোনায় রামের 'বন্দনায়' বঙ্গ বিজেপি
রাম মন্দির উদ্বোধনের আগে বড় উদ্যোগ বঙ্গ বিজেপিরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 28, 2023 | 5:24 PM

কলকাতা: বছর ঘুরলেই অযোধ্যায় রাম মন্দিরের মেগা উদ্বোধন। ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। অযোধ্যায় এখন সাজো সাজো রব। মেগা উদ্বোধনের অপেক্ষায় বসে গোটা দেশ। উৎসাহ, উন্মাদনা চোখে পড়ার মতো। আর এবার রাম মন্দিরের উদ্বোধনের আগে ভগবান রামের মহিমা বাংলার প্রতিটি কোনায় পৌঁছে দিতে চাইছে বঙ্গ বিজেপির নেতৃত্ব। বিশ্ব হিন্দু পরিষদের তরফে আগেই রাম মন্দির উদ্বোধনের আগে ঘর ঘর যাত্রার কথা ঘোষণা করা হয়েছিল। এবার সেই ঘর ঘর যাত্রায় অংশ নেবেন বিজেপির নেতা-কর্মীরাও। ১ জানুয়ারি থেকে শুরু হবে বাংলায় বিজেপির নেতা-কর্মীদের ঘর ঘর যাত্রা কর্মসূচি। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

মূলত, রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে এই প্রচার কর্মসূচি চালাবেন বিজেপির কর্মীরা। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের কথা বাংলার প্রতিটি কোনায় পৌঁছে দেবেন বঙ্গ বিজেপির সৈন্য-সামন্তরা। সম্প্রতি বিজেপির এক বৈঠকে দলীয় সব কর্মীকে এই ঘর ঘর যাত্রায় সামিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ভগবান রাম ও অযোধ্যার রাম মন্দিরের মহিমা বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতেই এই কর্মসূচি চালাবে বঙ্গ বিজেপির কর্মীরা।

বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও বলছেন, এই রাম মন্দির দেশের পরিচয় এবং বর্তমান প্রজন্মের কাছে সেটি পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ। তাঁর বক্তব্য, “বিজেপি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। সাংস্কৃতিক জাতীয়তাবাদে বিশ্বাস করে। বিজেপিই একমাত্র দল যারা, ঔপনিবেশিক হ্যাংওভার থেকে দেশকে মুক্ত করতে প্রচার করে। তাছাড়া, এটি শুধু রাম মন্দির নয়, এটি ভারতের পরিচয়। সারা ভারত রামের জোয়ারে ভেসে যাবে। এটা মানুষের কাছে গিয়ে, বর্তমান প্রজন্মের কাছে গিয়ে বলতে হবে।”