Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal BJP: জেলায় জেলায় রেশন দোকানের সামনে বিক্ষোভ! পাই-পয়সার হিসেব বুঝবে বিজেপি

Bengal BJP: বিজয়া সম্মিলনীর ঘোষিত কর্মসূচি আগে থেকেই ছিল বিজেপির। এবার তাতে নতুন সংযোজন হচ্ছে, বিজয়া সম্মিলনীর সঙ্গেই রেশন দোকানের বাইরে বিক্ষোভ। কত চাল এল, কত গম এল? সেই সবের হিসেব চাইবেন বিজেপির কর্মী-সমর্থকরা।

Bengal BJP: জেলায় জেলায় রেশন দোকানের সামনে বিক্ষোভ! পাই-পয়সার হিসেব বুঝবে বিজেপি
রেশন দুর্নীতির ইস্যুকে হাতিয়ার করে ময়দানে বিজেপিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 9:15 PM

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বছর ঘুরলেই যখন লোকসভা ভোট, তখন এমন হাতে গরম ইস্যুতে পুরোদমে কাজে লাগাতে মরিয়া বঙ্গ বিজেপি। বিজয়া সম্মিলনীর ঘোষিত কর্মসূচি আগে থেকেই ছিল বিজেপির। এবার তাতে নতুন সংযোজন হচ্ছে, বিজয়া সম্মিলনীর সঙ্গেই রেশন দোকানের বাইরে বিক্ষোভ। কত চাল এল, কত গম এল? সেই সবের হিসেব চাইবেন বিজেপির কর্মী-সমর্থকরা। আর এই ইস্যুকে হাতিয়ার করেই জেলায় জেলায় রেশন দোকানের সামনে বিক্ষোভ কর্মসূচি চালাবে পদ্ম শিবির।

বিজায় সম্মিলনীর কর্মসূচি বিজেপির রাজ্য নেতৃত্ব আগে থেকেই স্থির করে ফেলেছিল। তার মধ্যেই রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এমন অবস্থায় তাই রেশনে দোকানের বাইরে বিক্ষোভ কর্মসূচি সংযোজন করেছে বঙ্গ বিজেপি শিবির। এখনও পর্যন্ত যা স্থির হয়েছে, যেখানে যেখানে বিজয়া সম্মিলনী হবে, সেই এলাকায় ও লাগোয়া এলাকায় থাকা রেশন দোকানের সামনে বিক্ষোভ করবেন বিজেপির কর্মী-সমর্থকরা।

একদিকে যখন একশো দিনের কাজের টাকা ও আবাসের টাকার ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল। তখন পাল্টা রেশন দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে তৃণমূলকে বিঁধতে কোমর বাঁধছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। শুধু রেশন দুর্নীতির অভিযোগই নয়, যে একশো দিনের কাজ ও আবাসের টাকা নিয়ে তৃণমূল আক্রমণ করছে, সেই ইস্যুতেও পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

আগামী ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর একশো দিনের কাজ, আবাস যোজনায় ঘর না পাওয়া ও পানীয় জলের ব্যবস্থা থেকে বঞ্চিতদের নিয়ে রাজ্যের বিভিন্ন বিডিও অফিসগুলিতে বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা রয়েছে বিজেপির। জব কার্ড রয়েছে, কিন্তু কাজ নেই… এমন অভিযোগ ঘিরেই এবার বঞ্চিতদের সঙ্গে নিয়ে সুর চড়াতে প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

এর পাশাপাশি আগামী ২৯ নভেম্বর মধ্য কলকাতায় এই বঞ্চিতদের দাবি নিয়ে কেন্দ্রীয় সমাবেশ করবে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তার আগে বিডিও অফিসে এই বিক্ষোভ কর্মসূচির মধ্যে ২৯ তারিখের সভার প্রস্তুতির সঙ্গে দলীয় সংগঠনকেও চাঙ্গা করা লক্ষ্য বিজেপি নেতৃত্বের।