প্রশাসনের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ নিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি
রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ নালিশ নিয়ে কমিশনের (Election Commission) দ্বারস্থ হল বঙ্গ বিজেপি (Bengal BJP)। প্রশাসনের কোথাও তোলা হয়েছে অসহযোগিতার অভিযোগ। কোথাও বা নালিশ কমিশনারের বিরুদ্ধে।
কলকাতা: বাংলায় বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2021) ঘোষণা হয়েছে ২৪ ঘণ্টা আগেই। সেই সময় থেকেই কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। এর মধ্যেই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একগুচ্ছ নালিশ নিয়ে কমিশনের (Election Commission) দ্বারস্থ হল বঙ্গ বিজেপি (Bengal BJP)। রাজ্যের একাধিক পুরসভায় পিছনের দরজা দিয়ে শাসক দলের লোক ঢুকিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশের মদতে তৃণমূলের বিরুদ্ধে অশান্তি করার চেষ্টার অভিযোগও তুলেছেন বিজেপি নেতারা।
এ দিন রাজ্য নির্বাচন কমিশনে নালিশ জানাতে হাজির হন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। সঙ্গে ছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কমিশনে নালিশ জানানোর পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতারা দাবি করেন, ৮০ উর্ধ্ব মানুষদের ঘরে গিয়ে ব্যালটে করে যে ভোট সংগ্রহের কর্মসূচি নেওয়া হয়েছে, তাতে রাজ্য পুলিশও যাবে বলে আশঙ্কা। পুলিশকে রাজনৈতিক এজেন্ট হিসেবে দেগে দিয়ে বিজেপি দাবি করেছে, এটা কাম্য নয়। কেননা পুলিশ চাপ সৃষ্টি করতে পারে। রাজ্য পুলিশকে না পাঠিয়ে যাতে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় সেই দাবি করেছে বিজেপি।
অভিযোগ তোলা হয়েছে শহরের পুলিশ কমিশনারের বিরুদ্ধেও। গত চারদিন ধরে কলকাতার নগরপালের সঙ্গে দেখা করার সময় চাওয়া হলেও অনুমতি মিলছে না বলে এ দিন জানায় বিজেপি। এমন কিছু পুলিশ অফিসার রয়েছেন যারা পক্ষপাতদুষ্ট, তাঁদের বিষয়ে অভিযোগ জানাতে চাওয়া হলেও সৌমেন মিত্র কথা বলতে চাইছেন না, এমনটাই দাবি বিজেপির।
আরও পড়ুন: দিল্লি পৌঁছল বিজেপির প্রার্থী তালিকা, একই কেন্দ্রের জন্য একাধিক নাম
এ ছাড়াও চুক্তিভিত্তিক কর্মীদের দিয়ে ভোট পরিচালনার বিরোধিতা করা হয়েছে গেরুয়া শিবিরের তরফে। বিষয়টি নিয়ে আগেও একবার আপত্তি তুলেছিল বিজেপি। অভিযোগ তোলা হয়েছে পরিবর্তন যাত্রার ট্যাবলো থেকে এলইডি লাইট চুরির।