কয়লাকাণ্ডে ফের ইডির হানা, এবার নজরে বিনয় ‘ঘনিষ্ঠ’ ব্যবসায়ী
শুক্রবার বিনয় (Binay Mishra) ঘনিষ্ঠ এক ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। সেখান থেকেই হরপ্রীতের নাম উঠে আসে বলে অভিযোগ।
কলকাতা: একদিকে যখন ভোটমুখী বাংলা, সমান্তরালভাবেই ছুটছে কয়লাকাণ্ডে তদন্তের রথও। এবার বিনয় মিশ্র ঘনিষ্ঠের বাড়িতে হানা ইডির। শনিবার দুপুরের পর হরপ্রীত শেট্টি নামে এক ব্যবসায়ীর একবালপুরের বাড়িতে হানা দেয় ইডির দল। সঙ্গে সিআরপিএফ জওয়ানরা। হরপ্রীতের সঙ্গেও প্রভাবশালী যোগের সূত্র পেয়েছেন তদন্তকারীরা।
শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ রাজ্যের ১৫টি জায়গায় হানা দেয় ইডি। এর মধ্যে কয়লাকাণ্ডের চাঁই অনুপ মাজি ওরফে লালার এক চার্টার্ড অ্যাকাউন্টেন্টের দফতরেও হানা দেন তদন্তকারীরা। শনিবার ফের দুপুরের পর অভিযানে বের হয় তাদের একটি দল। ৫৭ নম্বর ডায়মন্ড হারবার রোডের একবালপুরে এক বহুতল আবাসনে পৌঁছয় তদন্তকারীদের গাড়ি।
বহুতলের ১০ তলায় হরপ্রীত শেট্টির বাড়িতে চলে তল্লাশি অভিযান। সূত্রের খবর, কয়লা পাচারের অন্যতম চক্রী লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী তৃণমূল নেতা বিনয় মিশ্রের সঙ্গে হরপ্রীতের সম্পর্ক রয়েছে। হরপ্রীতের বাবা প্রাক্তন বিএসএফ কর্মী। শুধু কয়লাকাণ্ডই নয়, গরু পাচারকাণ্ডেও হরপ্রীত তদন্তকারীদের স্ক্যানারে।
আরও পড়ুন: মমতার প্রার্থী তালিকায় কোন কোন তারকা, দেখে নিন গুঞ্জনে এগিয়ে কারা
শুক্রবার বিনয় ঘনিষ্ঠ এক ব্যবসায়ী রণধীর বার্নওয়ালের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। বাঁশদ্রোণীর সেই বাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে। সেখান থেকেই হরপ্রীতের নাম উঠে আসে বলে সূত্রের খবর। কয়লা ও গরু পাচারের টাকা প্রভাবশালীদের হাতে পৌঁছনোর ক্ষেত্রে হরপ্রীতের ভূমিকা খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানা গিয়েছে।