Mamata on Anubrata: ‘বেচারা কেষ্ট! বীর সম্মানে ফিরিয়ে আনতে হবে ওকে’, হুঁশিয়ারি মমতার

Cattle Smuggling Case: এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করলেও তাঁর পাশে সেভাবে দাঁড়াতে দেখা যায়নি মমতাকে।

Mamata on Anubrata: ‘বেচারা কেষ্ট! বীর সম্মানে ফিরিয়ে আনতে হবে ওকে', হুঁশিয়ারি মমতার
ছবি: সোশ্যাল মিডিয়া
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2022 | 2:36 PM

কলকাতা: গরু পাচারকাণ্ডে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গ্রেফতার করেছে সিবিআই। আদালতের রায়ে এই মুহূর্তে আসানসোল সংশোধনাগারে বন্দি রয়েছেন অনুব্রত। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের সমাবেশ থেকে আরও একবার প্রিয় ‘কেষ্ট’র পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে সিবিআই, ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। গতকাল আইনমন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) একাধিক বাড়িতে সিবিআই হানা নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন মমতা।

অনুব্রত মণ্ডল প্রসঙ্গে মমতা এদিন বলেন, “বেচারা কেষ্টর নিজেরই শরীর খারাপ। বগটুইয়ের ঘটনার সময়ও কেষ্টকে ধাক্কা দেওয়া হয়েছে। প্রত্যেক নির্বাচনের আগে ওঁকে নজরবন্দি করে রেখে দেওয়া হয়। কিন্তু তাতে কি কেষ্টকে আটকানো সম্ভব হয়েছে? ভাবছেন কেষ্টকে জেলে বন্দি করে রেখে লোকসভার দুটি আসন দখল করবেন? সে গুড়ে বালি।” এরপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নেতাজি ইন্ডোরে উপস্থিত বীরভূম জেলার দলীয় ব্লক সভাপতিদের উঠে দাঁড়াত বলেন মমতা। এমনকী বীরভূম থেকে আসা দলীয় কর্মীদের উঠে দাঁড়াতে বলেন তিনি। তাদের উদ্দেশে মমতা বলেন, “কেষ্ট যতদিন ফিরে না আসছে, লড়াই আরও তিনগুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে কেষ্টকে জেল থেকে বের করে আনতে হবে। এই মানসিকতা নিয়ে তৈরি থাকুন। বীরভূম জেলা হারতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, লাল মাটির দেশ। এটা সবসময় মাথায় রাখবেন।” মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা নিয়ে মমতার জবাব ‘সব মিথ্যে’।

এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করলেও তাঁর পাশে সেভাবে দাঁড়াতে দেখা যায়নি মমতাকে। কিন্তু অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর পার্থর বিধানসভা কেন্দ্র বেহাল পশ্চিমের স্বাধীনতা দিবস উদযাপনের এক দলীয় সভা থেকে অনুব্রতের পাশে দাঁড়ানোর বার্তা দেন মমতা। এরপরেও একাধিকবার প্রিয় কেষ্ট-র পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে। এদিনও তার অন্যথা হয়নি। মমতার অভিযোগ, “বিজেপি ভাবছে তৃণমূলের শক্তিশালী নেতাদের যদি গ্রেফতার করিয়ে দেওয়া যায় তবে জেলা ও ব্লকের কর্মীরা ভয় পেয়ে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে। কিন্তু আমি তাদের বলে রাখি, আমাকে চমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই। আমি চাই বিজেপি আরও বেশি করে করুক। কিছু নেই, আমি সব জেনে নিয়েছি। একদিন প্রমাণ হবে।”