COVID 19: এখনও ১ হাজারের উপরেই বাংলার কোভিড গ্রাফ, চিন্তা মৃতের সংখ্যাতেও

COVID 19: স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত করোনা বুলেটিন বলছে রবিবার রাজ্য়ে নতুন করে করোনার কবলে পড়েছেন ১ হাজার ১১ জন। মারা গিয়েছেন ৭ জন।

COVID 19: এখনও ১ হাজারের উপরেই বাংলার কোভিড গ্রাফ, চিন্তা মৃতের সংখ্যাতেও
প্রতীকী ছবি (সৌজন্যে : PTI)
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2022 | 7:25 PM

কলকাতা: রাজ্যে হাজারের উপরেই রইল করোনা আক্রান্তের (Corona Infection) সংখ্যা। শনিবারের পর রবিবারেও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পার করল ১ হাজারের গণ্ডি। স্বাস্থ্য দফতরের (Health Department) তরফে প্রকাশিত করোনা বুলেটিন বলছে রবিবার রাজ্য়ে নতুন করে করোনার কবলে পড়েছেন ১ হাজার ১১ জন। মারা গিয়েছেন ৭ জন। অন্য়দিকে এদিন রাজ্যে করোনা পজেটিভিটি রেট (Corona Positivity Rate) দাঁড়িয়েছে ৭.৭৮ শতাংশ। 

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি একনজরে…

কলকাতা –  রবিবার আক্রান্ত ২১১ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ২৩২ জন। 

উত্তর ২৪ পরগনা – রবিবার আক্রান্ত ১৬৩ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ১৮২ জন। 

দক্ষিণ ২৪ পরগনা – রবিবার আক্রান্ত ৫৯ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৫৮ জন। 

হাওড়া – রবিবার আক্রান্ত ৩২ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৪০ জন। 

নদিয়া – রবিবার আক্রান্ত ৪ জন।শনিবার আক্রান্ত হয়েছেন ১৩ জন। 

পশ্চিম বর্ধমান – রবিবার আক্রান্ত ৭০ জন।শনিবার আক্রান্ত হয়েছেন ৭৪ জন। 

পশ্চিম মেদিনীপুর- রবিবার আক্রান্ত ৩১ জন।শনিবার আক্রান্ত হয়েছেন ২৭ জন। 

দার্জিলিং- রবিবার আক্রান্ত ১৯ জন।শনিবার আক্রান্ত হয়েছেন ৩৫ জন।  

বীরভূম- রবিবার আক্রান্ত ১৩৩ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৮০ জন। 

পূর্ব বর্ধমান- রবিবার আক্রান্ত ৪৪ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৫৯ জন। 

পূর্ব মেদিনীপুর – রবিবার আক্রান্ত ৮ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ১১ জন। 

জলপাইগুড়ি – রবিবার আক্রান্ত ৩১ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৩৭ জন। 

মুর্শিদাবাদ- রবিবার আক্রান্ত ৭ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৯ জন। 

মালদহ – রবিবার আক্রান্ত ৩৫ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৩৯ জন। 

উত্তর দিনাজপুর – রবিবার আক্রান্ত ১০ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ১৮ জন।  

আলিপুরদুয়ার – রবিবার আক্রান্ত ১৯ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ২৬ জন। 

বাঁকুড়া – রবিবার আক্রান্ত ৫ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ১৫ জন। 

দক্ষিণ দিনাজপুর – রবিবার আক্রান্ত ২৬ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৪১ জন। 

পুরুলিয়া – রবিবার আক্রান্ত ২৬ জন। শনিবার আক্রান্ত হয়েছেন ৩৭ জন। 

ঝাড়গ্রাম – রবিবার আক্রান্ত ০ । শনিবার আক্রান্ত হয়েছেন ৪ জন।  

কোচবিহার – রবিবার আক্রান্ত ২২। শনিবার আক্রান্ত হয়েছেন ১৮ জন।

কালিম্পং – রবিবার আক্রান্ত হয়েছে ০। শনিবার আক্রান্ত হয়েছেন ১১ জন। 

হুগলি – রবিবার আক্রান্ত ৩৬। শনিবার আক্রান্ত হয়েছেন ৪৭ জন।