Durga Puja 2021: প্যান্ডেলে ‘জুতোর সাজ’! ফিরহাদের দাবি, ‘আজকের অবস্থাটা বোঝাবার জন্য এই মণ্ডপ’

Durga Pujo: থিম পুজোয় জুতোর ব্যবহার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে

Durga Puja 2021: প্যান্ডেলে 'জুতোর সাজ'! ফিরহাদের দাবি, 'আজকের অবস্থাটা বোঝাবার জন্য এই মণ্ডপ'
থিম পুজোয় জুতোর ব্যবহার ঘিরে বিতর্ক।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2021 | 9:27 PM

কলকাতা: দমদম পার্ক (Dumdum Chakra) ভারতচক্রের দুর্গাপুজো কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো। প্রত্যেক বছর তাদের থিম পুজো তাক লাগিয়ে দেয়। দ্বিতীয়া, তৃতীয়া থেকেই দিনভর মণ্ডপের বাইরে লম্বা লাইন মানুষের। কিন্তু এ বছর তাদের থিম ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পুজো মণ্ডপ সাজানো হয়েছে জুতো দিয়ে। আর এখানেই আপত্তি বিজেপির। এটা ধর্মীয় ভাবাবেগে আঘাত বলেই দাবি তাদের। এ নিয়ে এক আইনজীবী নোটিসও পাঠিয়েছে পুজো কমিটিকে। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, ‘এসব বিজেপির নোংরা রাজনীতি। কাউকে অপমান করার জন্য ভারতচক্র এই মণ্ডপ তৈরি করেনি। বরং আজকের অবস্থাটা বোঝানোর জন্যই এই মণ্ডপ তৈরি করা হয়েছে।’

কী বক্তব্য ফিরহাদ হাকিমের?

পঞ্চমীর সন্ধ্যায় জোকার ডায়মন্ড পার্কে পুজোর উদ্বোধনে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, “বিজেপি প্রত্যেকে পুজোতেই নোংরা রাজনীতি টেনে নিয়ে আসে। জগদ্ধাত্রী মা আমাদের সবাইকে সৃষ্টি করেছে। আমি মণ্ডপ কী দিয়ে সাজাব তা নিয়ে বিজেপি ফতোয়া জারি করবে, এটা তো মানা যায় না। কাউকে অপমান করার জন্য ভারতচক্র এই মণ্ডপ তৈরি করেনি। আজকের অবস্থাটা বোঝাবার জন্য এই মণ্ডপ তৈরি করেছে। সেখানে একটা প্রতীকের কাজ করেছে জুতো। আর এটাই বিজেপির গায়ে লেগেছে। কারণ ওদের মনে পাপ আছে। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি এই অবস্থা হয়েছে বিজেপির।”

কী বলছে পুজো উদ্যোক্তারা

দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটির এবারের থিম ‘ধান দেব না, মান দেব না’। সেখানে প্যান্ডেলের একটি অংশ সাজানো হয়েছে জুতো দিয়ে। ক্লাবের সম্পাদক প্রতীক চৌধুরীর বক্তব্য, “একটি রাজনৈতিক দলের তরফে যে ভাবে জিনিসটাকে দেখানো হচ্ছে তা মোটেই ঠিক নয়। কৃষক আন্দোলন, সন্ন্যাসী আন্দোলন, তেভাগা, কৃষক আন্দোলন তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে।” প্রতীকের দাবি, কৃষক আন্দোলনকে তুলে ধরতেই প্রতীকী হিসাবে এই জুতোর ব্যবহার করা হয়েছে মণ্ডপে। সেটা মূল মণ্ডপ থেকে অনেকটা দূরেও। দুর্গা মূর্তির কাছে এমন কোনও সজ্জা হয়নি। এখানে বিতর্কের কোনও অবকাশই নেই বলে দাবি উদ্যোক্তাদের।

বিজেপির দাবি শিল্পী স্বাধীনতার নামে দুর্গাকে অপমান করা হচ্ছে

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে অমিত মালব্য কিংবা বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় সকলেই এই থিম নিয়ে তীব্র বিরোধিতায় সরব হয়েছেন। শুভেন্দু রবিবারই টুইটারে তোপ দেগেছেন, ‘দমদম পার্কের একটি পুজো মণ্ডপ জুতো দিয়ে সাজানো হয়েছে। শিল্পীর স্বাধীনতার নামে এ ধরনের কাজকর্ম কখনওই সমর্থন করা যায় না। আমি মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে এই ঘটনায় হস্তক্ষেপের আবেদন করছি। ষষ্ঠীর আগে উদ্যোক্তারা যেন জুতো সরিয়ে ফেলে।’ অমিত মালব্য টুইটারে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনে উদ্বুদ্ধ হয়ে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এসব হিন্দু-বিরোধী কাজকর্ম।’

আইনি নোটিস উদ্যোক্তাদের

জনৈক আইনজীবী পৃথ্বীজয় দাস এই পুজো মণ্ডপের থিমের বিরোধিতা করে পুজো উদ্যোক্তাদের আইনি নোটিস পাঠিয়েছেন। তাঁর বক্তব্য, এতে সনাতনী হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করা হচ্ছে। অসম্মান করা হচ্ছে দুর্গাকে। অবিলম্বে এই পুজো মণ্ডপ থেকে জুতো সরানোর দাবি তোলেন তিনি।

আরও পড়ুন: Red Road: পঞ্চমীর সন্ধ্যায় শহরে চলল ‘গুলি’, আতঙ্ক-উদ্বেগ উৎসবমুখর কলকাতায়