Bidyut Chakraborty Case: ‘ঘরে ছেলে ঢুকিয়ে দেব’, বিদ্যুৎ মামলায় হাইকোর্টে সওয়াল-জবাবে উঠল তাপস পাল প্রসঙ্গ

Bidyut Chakraborty: দুর্গাপূজা নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। আদালতের নির্দেশ, এই মামলায় গ্রেফতার করা যাবে না বিদ্যুৎ চক্রবর্তীকে, তবে তাঁর বিরুদ্ধে তদন্ত চলবে।

Bidyut Chakraborty Case: 'ঘরে ছেলে ঢুকিয়ে দেব', বিদ্যুৎ মামলায় হাইকোর্টে সওয়াল-জবাবে উঠল তাপস পাল প্রসঙ্গ
আদালতে তাপস পাল প্রসঙ্গ Image Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 2:28 PM

কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক মামলা হয়। টোটো চালককে বাধা দেওয়ার মতো অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। বুধবার সেই মামলাগুলির শুনানি চলাকালীন আদালতে উঠে আসে প্রয়াত তাপস পালের প্রসঙ্গ। সাংসদ থাকাকালীন তাপস পালের করা বিতর্কিত মন্তব্য এদিন উদাহরণ হিসেবে টানলেন বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবী। দুর্গাপূজা নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। আদালতের নির্দেশ, এই মামলায় গ্রেফতার করা যাবে না বিদ্যুৎ চক্রবর্তীকে, তবে তাঁর বিরুদ্ধে তদন্ত চলবে।

মন্তব্য প্রসঙ্গে বুধবার আদালতে সওয়াল করতে গিয়ে বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবী বলেন, “বাড়িতে দুর্গা পূজা হয়। এখানে পূজার ইতিহাস ব্যাখ্যা করা হয়েছে। এটা বিরূপ মন্তব্য কেন হতে যাবে?” এই প্রসঙ্গেই বিদ্যুৎ চক্রবর্তীর আইনজীবী বলেন, “প্রয়াত তাপস পালের একটি মামলায় আমি আইনজীবী ছিলাম। তাপস পাল বলেছিলেন ‘ঘরে ছেলে ঢুকিয়ে দেব’। সেই ঘটনায় পুলিশ এফআইআর করেনি, এখানে করেছে।” এ কথা শুনে বিচারপতি বলেন, “একটি ক্ষেত্রে ভুল হলে সব ক্ষেত্রেই সেটা চলবে তেমন নয়।” মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১১ জানুয়ারি।

পরপর দু বার তৃণমূলের সাংসদ হয়েছিলেন প্রয়াত অভিনেতা তাপস পাল। কৃষ্ণনগরের সাংসদ থাকাকালীন তাঁর মন্তব্য নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। নাকাশিপাড়ার সভা থেকে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। প্রকাশ্যে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘বিরোধীদের কেউ মস্তানি করতে এলে, ঘরে ছেলে ঢুকিয়ে দেব।’ সেই ঘটনায় প্রথমে কোনও এফআইআর দায়ের হয়নি। পরে কলকাতা হাইকোর্টে বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে মামলা উঠলে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল।