Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড: থোড়াই কেয়ার পুলিশকে, সোমবার লালবাড়ি অভিযানে নামছে বিজেপি

BJP: একুশের বিধানসভা ভোটের পর ফের বড়সড় অভিযান ঘোষণা রাজ্য বিজেপির (West Bengal BJP)। কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের (Kasba Fake Vaccine) প্রতিবাদে সোমবার পথে নামার ঘোষণা গেরুয়া শিবিরের।

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড: থোড়াই কেয়ার পুলিশকে, সোমবার লালবাড়ি অভিযানে নামছে বিজেপি
অলংকরণ: অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: Jul 04, 2021 | 6:45 PM

কলকাতা: একুশের বিধানসভা ভোটের পর ফের বড়সড় অভিযান ঘোষণা রাজ্য বিজেপির (West Bengal BJP)। কসবা ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের (Kasba Fake Vaccine) প্রতিবাদে সোমবার পথে নামার ঘোষণা গেরুয়া শিবিরের। কিন্তু রাজ্যে করোনা (Corona) পরিস্থিতিতে জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। তাই পুরসভা অভিযানের অনুমতি পায়নি গেরুয়া শিবির। যদিও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) তা মানতে নারাজ। সোমবার নির্দিষ্ট সময়েই মিছিল হবে বলে হুঁশিয়ারি দিলীপের।

রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে দিলীপ ঘোষ জানান, আগামী সোমবার নির্দিষ্ট সময় অনুযায়ী মিছিল হবে। সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে কোনও বাধাই গ্রাহ্য করা হবে না বলে জানান তাঁরা। এদিকে করোনা পরিস্থিতিতে কলকাতা পুলিশের তরফে অনুমতি পাওয়া যে কঠিন হবে, তা আগেভাগেই বুঝতে পেয়েছিল বিজেপি। সূত্রের খবর, তাই ছোট ছোট ভাগে পুরসভার দিকে এগোবে মিছিল। মিছিলের সামনে থাকবেন মহিলারা। কলকাতার কর্মী-সমর্থকদের মিছিলে উপস্থিতির উপর বেশি জোর দেওয়া হচ্ছে।

এদিকে, সোমবারের অভিযানে যে অনুমতি নেই, তা চিঠি লিখে বিজেপিকে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। সোমবার পুলিশি বাধা অগ্রাহ্য করে পুরসভা অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে।

প্রসঙ্গত, কলকাতা ভুয়ো ভ্যাকসিন কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কসবার টিকা ক্যাম্পে গিয়ে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী টিকা নেওয়ার পরেই ভুয়ো আইএএস দেবাঞ্জন দেবের কীর্তি সামনে আসে। তাঁর বিরুদ্ধে একের পর এক জালিয়াতির অভিযোগ উঠে এসেছে। অন্যদিকে পুরসভার শীর্ষ আধিকারিক থেকে তৃণমূল নেতামন্ত্রিদের সঙ্গে দেবাঞ্জনের একাধিক ছবি প্রকাশ্যে আসার পর রাজ্যের শাসক দলকে নিশানা করেছে বিজেপি।

আরও পড়ুন: মদনের এলাকায় তৃণমূল কর্মীকে গুলি, বন্দুকের বাঁট দিয়ে মারের ঘটনায় জালে ৬ 

দিলীপ ঘোষের দাবি, সারদার সুদীপ্ত সেনের মতোই দেবাঞ্জনকে সামনে রেখে ‘করে খেয়েছে’ তৃণমূল নেতারা। কিন্তু এখন নিজেদের গা বাঁচাতে তাঁরা মরিয়া। এই প্রেক্ষিতে ফের রাজ্য বিজেপির অভিযানকে ঘিরে অশান্তির আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।

বিজেপির পুরসভা অভিযানের অনুমতি না দিলেও প্রস্তুতি রাখছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, একজন অ্যাডিশনাল সিপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে পুলিশি বন্দোবস্ত থাকবে। দায়িত্বে থাকবেন দু’জন জয়েন্ট সিপি, 8 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। সব মিলিয়ে প্রায় এক হাজার বাহিনী মোতায়েন করা হবে।