ফের রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশন, ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি দেখতে মালদহ-মুর্শিদাবাদে যাচ্ছে দল
Post Poll Violence: এই দলে রয়েছেন সংখ্যালঘু জাতীয় কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ। অভিযোগ, গত ২৯ জুন যাদবপুরে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভ ও নিগ্রহের মুখে পড়তে হয় তাঁকে।
কলকাতা: ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে মালদহ ও মুর্শিদাবাদে যাচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। আগামী ৬ ও ৭ জুলাই দুই জেলায় যাবেন তাঁরা। উল্লেখযোগ্য ভাবে, এই দলে রয়েছেন সংখ্যালঘু জাতীয় কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ। অভিযোগ, গত ২৯ জুন যাদবপুরে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভ ও নিগ্রহের মুখে পড়তে হয় তাঁকে।
ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে জাতীয় মানবাধিকার কমিশনকে দায়িত্ব দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারা একটি কমিটি তৈরি করে রাজ্যের বিভিন্ন জেলায় যাচ্ছে। মূলত যে সমস্ত জায়গায় ভোটের পর হিংসার অভিযোগ উঠেছে সর্বত্রই যাচ্ছে তারা।
গত ২৯ জুন যাদবপুরের কেপিসি হাসপাতাল সংলগ্ন নীলসংঘ এলাকায় গিয়েছিল এরকমই একটি দল। সে দলে ছিলেন সংখ্যালঘু জাতীয় কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদও। অভিযোগ, ঘরছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে মানবাধিকার কমিশনের সদস্যরা এলাকায় যান। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। স্থানীয় বাসিন্দারা মানবাধিকার কমিশনের সদস্যদের সামনে নিজেদের ক্ষোভ উগরে দেওয়া শুরু করেন।
West Bengal: National Human Rights Commission (NHRC) team that visited Jadavpur to investigate post-poll violence was attacked.
“During probe, it has been found that more than 40 houses have been destroyed here. We are being attacked by goons,” says an NHRC official. pic.twitter.com/iTUcBIZ2GU
— ANI (@ANI) June 29, 2021
Atif Rasheed, vice-chairman of National Commission for Minorities & a member of the team constituted by National Human Rights Commission to look into post-poll violence in WB will visit Malda on 6-7 July & Murshidabad on July 8 to interact with victims & visit affected areas.
— ANI (@ANI) July 4, 2021
ঘরছাড়া বিজেপি কর্মীদের বিরুদ্ধেও নানা অভিযোগ তাঁরা জানান। বিজেপি কর্মীদের সঙ্গে বাসিন্দাদের উত্তপ্ত বাক্য বিনিময় এবং বচসাও শুরু হয়। ক্রমেই তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের সফর ঘিরে রণক্ষেত্রের আকার নেয় যাদবপুর এলাকা। স্থানীয় বাসিন্দাদের লক্ষ্য করে এলোপাথাড়ি লাঠিও চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এই ঘটনায় যাদবপুরের ডিসি রশির মুনির খানকে শোকজ করে কলকাতা হাইকোর্ট। এরইমধ্যে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল এবার মালদহ ও মুর্শিদাবাদে যাচ্ছে।