ভ্যালেন্টাইনস ডে’তে তৃণমূল শিবির থেকে পাঁচ জোড়া ‘ভোট’ বিজেপিতে!
তৃণমূল পেয়েছে ৫৪ টি ভোট, বিজেপি ১০টি, বাম-কংগ্রেস জোট ছয়টি
প্রীতম দে: দুয়ারে একুশের ভোট। বাংলাকে পাখির চোখ করে ঝাঁপিয়েছে বিজেপি। ‘বিনা যুদ্ধে সূচ্যগ্র মেদিনী’ দিতে নারাজ তৃণমূলও। তবে ভ্যালেন্টাইনস ডে’তে তৃণমূল জিতল মাত্র ৪৪ ‘ভোট’-এর ব্যবধানে। যদিও যাঁরা ‘ভোট’ দিলেন তাঁদের সংখ্যাটা খুব বেশি নয়। মাত্র ৭০ জন। মানে ৩৫ জোড়া ভ্যালেন্টাইন। তবে তার মধ্য়েই তৃণমূলের ভোট কাটাকাটি হয়ে বিজেপি শিবিরে গেল। একটু বুঝিয়ে বলা যাক…
কলকাতার ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান কো-অর্ডিনেটর গৌতম হালদারের উদ্যোগে প্রতিবছরই নিয়ম করে মেগা গণবিবাহের আয়োজন হয়। সেটাও আবার ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইনস ডে’তে। তবে দোরগোড়ায় যেহেতু বিধানসভা ভোট, তাই টালাপার্ক ইন্দিরা ময়দানে হওয়া গণবিবাহের আসরে ছিল নির্বাচনের ছোঁয়া। অর্থাৎ, নব দম্পতির জন্য ছিল ভোটদানের পর্ব। মজার ছলে করা এই ভোটপর্বে অংশ নেন ৩৫ জোড়া নব দম্পতি। ছাপানো ব্যালট পেপারে প্রথমে রাখা হয়েছিল তৃণমূলকে। দু’ নম্বরে বিজেপি এবং তিনে বাম-কংগ্রেস জোট। মজার ছলে একবার ভোটারদের পালস বুঝে নেওয়া আরকি।
ভোটের ফলাফলে দেখা গেল তৃণমূল পেয়েছে ৫৪ টি ভোট। অর্থাৎ, ২৭ জোড়া নবদম্পতির ভোট যায় তৃণমূলের ঝুলিতে। বিজেপি পেয়ে গিয়েছে দশটি ভোট। আর বাম-কংগ্রেস জোট তিন জোড়া দম্পতির ভোট পেয়ে তৃতীয় স্থান দখল করেছে।
‘নির্বাচন কমিশন’-এর রীতিবিরুদ্ধ হয়ে গেল নাকি? তার উপর আবার দশ-দশটি ভোট বিজেপিতে! এর উত্তরে গণবিবাহের উদ্যোক্তা গৌতম হালদারের সহাস্য মন্তব্য, “এটা একটা নিরপেক্ষ সমীক্ষা মাত্র। কাউকে জোর করা হয়নি। ফলাফল দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই।”
আরও পড়ুন: ভ্যালেন্টাইনস ডে’তে জনতাকে গোলাপ বিলোলেন ‘প্রেমিক’ স্বপন
রেজিস্ট্রি পেপারে সই করার পাশাপাশি ব্যালট পেপারেও পছন্দের দলকে টিক মারতে হল নবদম্পতিদের। বিভিন্ন ধর্মাবলম্বী বর-কনেকে বিয়ে দিতে হাজির ছিলেন পুরোহিত, ফাদার ও মৌলবী। সামাজিক প্রথা মেনে রেজিস্ট্রি পেপারে সইসাবুদ করে আবার ব্যালট পেপারে ভোটও দিতে হল নবদম্পতিকে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূল নেতা মদন মিত্র, অতীন ঘোষ থেকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। যেভাবে তৃণমূলের আয়োজিত ভোটপর্ব বিজেপির দিকে চলে গেল তা নিয়ে কী বলছেন মদন? ভোটের ফল ঘোষণা করেন মদন মিত্রই। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, “খেলা হবে নয়। খেলা শুরু হয়ে গিয়েছে। এবং জিতছি আমরাই। ওহ্ লাভলি।”
বিয়ের তত্ত্বতে ছিল সাইকেল, খাট সেলাই মেশিন, আলমারি, সোনার কানের দুল, হীরের নাকছাবি, হাত ঘড়ি, থেকে ঘর সাজানোর সামগ্রী। মেনুতে মাছ-মাংস, মিষ্টির রকমারি পদ। নতুন বর বউকে নিয়ে ছিল ফ্যাশন ফটোশুটও। সব মিলিয়ে প্রেমদিবসে জমজমাট টালাপার্ক ইন্দিরা ময়দানের গণবিবাহের আসর।