Bengal BJP: কালো ঘোড়ায় চেপে কলকাতার রাজপথে BJP নেতা

Budget 2023-24: বিরোধীরা যখন বাজেট ও আদানি ইস্যুতে বিজেপিকে চাপে ফেলার কৌশল নিয়েছে, তখন বাজেটের জনমুখী দিকগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রচারে অভিনব উদ্যোগ বঙ্গ বিজেপির।

Bengal BJP: কালো ঘোড়ায় চেপে কলকাতার রাজপথে BJP নেতা
কালো ঘোড়ার পিঠে চেপে প্রচার
Follow Us:
| Edited By: | Updated on: Feb 07, 2023 | 1:46 PM

কলকাতা: কেন্দ্রীয় বাজেটের (Union Budget 2023-24) একাধিক ইস্যু নিয়ে সরব বিরোধী শিবির। সংসদে আদানি ইস্যুতে এককাট্টা হতে শুরু করেছে বিরোধীরা। বিরোধীরা দাবি করছে, এই বাজেট সাধারণ মধ্যবিত্তের জন্য নয়। দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের বাজেট প্রস্তাবে বঞ্চনার অভিযোগ তোলা হয়েছে। যদিও বিজেপির দাবি, বাজেট সাধারণ মানুষের পক্ষে হয়েছে। মধ্যবিত্ত ও প্রান্তিক মানুষকে বাজেট ছুয়ে গিয়েছে বলে দাবি করেছে বিজেপি। বিরোধীরা যখন বাজেট ও আদানি ইস্যুতে বিজেপিকে চাপে ফেলার কৌশল নিয়েছে, তখন বাজেটের জনমুখী দিকগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রচারে অভিনব উদ্যোগ বঙ্গ বিজেপির। ঘোড়ার পিছে চেপে বাজেটের প্রচারে কলকাতার রাজপথে বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায়।

কালো ঘোড়ায় চেপে বাজেটের প্রচারে নেমেছেন নারায়ণ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রীর বিভিন্ন ছবি ছাপানো একটি জামা গায়ে চাপিয়ে প্রচারে নেমে পড়েছেন তিনি। মাথায় পাগড়ি। সেখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। হাতে প্ল্যাকার্ড। সেখানেও লেখা ‘মোদীজি ইজ় গ্রেট’। বিজেপি নেতার দাবি, সাধারণ মানুষ বলছে কেন্দ্রীয় সরকার যে বাজেট পেশ করেছে তা অভূতপূর্ব। সাধারণ মানুষ খুব খুশি। রাজপথের বুকে তিনি যখন ঘুরে বেরান, তখন দেখেন সেলুনে, চায়ের দোকানে, আড্ডায় মানুষের একটাই কথা, ‘মোদীজি গ্রেট’। তাঁর বক্তব্য, ‘২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্য নিয়ে আজ এই প্রচার কর্মসূচি। জে পি নাড্ডা আমাদের বার্তা দিয়েছেন, দশদিন ধরে বাজেট নিয়ে প্রচার চালানোর জন্য। তাই রাজপথের বুকে সাধারণ মানুষের কাছে বাজেটের প্রচার চালাব।’

একদিকে যখন বিরোধী শিবির কেন্দ্রের শাসক দলের উপর বাজেট নিয়ে চাপ তৈরির চেষ্টা করছে, তখন জেপি নাড্ডার নির্দেশ মতো মানুষের দুয়ারে বাজেট নিয়ে প্রচারে পৌঁছে যাওয়ার অভিনব উদ্যোগ নিচ্ছেন বিজেপি নেতা। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঘুঁটি এখন থেকেই সাজাতে শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। এবার আরও বেশি আসন জেতার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এমন অবস্থায় বাজেট নিয়ে তৃণমূল যেভাবে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে, তাতে সাধারণ মানুষের কাছে বাজেটের ভাল দিকগুলি পৌঁছে দেওয়ার এই অভিনব উদ্যোগ। এখন দেখার আগামী দিনে এই প্রচার কতটা প্রভাব ফেলে বিজেপির ভোটবাক্সে।