Bengal BJP: নজরে লোকসভা, ভোটার তালিকা তৈরি নিয়ে বঙ্গ বিজেপিকে নির্দেশ নাড্ডার

BJP in West Bengal: তালিকায় নতুন ভোটারদের নাম ঠিকঠাক উঠছে কি না, সেই দিকে নজর দিতে বলা হয়েছে। একইসঙ্গে ভুয়ো ভোটারের নাম তালিকায় থেকে যাচ্ছে কি না, থাকলে সেগুলি বাদ দেওয়ার ব্যাপারে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার বার্তা এসেছে শীর্ষ নেতৃত্বের তরফে।

Bengal BJP: নজরে লোকসভা, ভোটার তালিকা তৈরি নিয়ে বঙ্গ বিজেপিকে নির্দেশ নাড্ডার
বঙ্গ বিজেপিকে শাহি বার্তাImage Credit source: টিভি নাইন বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2023 | 2:46 PM

কলকাতা: সামনেই লোকসভা নির্বাচন। সময় মতো ভোট হলে, বাকি আর হাতে গোনা কিছু মাস। এক বছরেরও কম সময় বাকি। রাজ্যে ভোটার তালিকা তৈরির কাজও চলছে জোরকদমে। আর এরই মধ্যে ভোটার তালিকা যাতে স্বচ্ছভাবে তৈরি হয়, তা নিশ্চিত করতে বঙ্গ বিজেপিকে নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তালিকায় নতুন ভোটারদের নাম ঠিকঠাক উঠছে কি না, সেই দিকে নজর দিতে বলা হয়েছে। একইসঙ্গে ভুয়ো ভোটারের নাম তালিকায় থেকে যাচ্ছে কি না, থাকলে সেগুলি বাদ দেওয়ার ব্যাপারে দলীয় কর্মীদের ঝাঁপিয়ে পড়ার বার্তা এসেছে শীর্ষ নেতৃত্বের তরফে। দলীয় সূত্র মারফত জানা যাচ্ছে, সম্প্রতি জে পি নাড্ডা যখন বঙ্গ সফরে এসেছিলেন, তখনই তিনি এই বার্তা দিয়ে গিয়েছেন।

জানা যাচ্ছে, জেলায় জেলায় যে সরকারি অফিসাররা ভোটার তালিকা তৈরির দায়িত্বে রয়েছেন, তাঁদের সঙ্গে সমন্বয় রেখে চলার বার্তাও দেওয়া হয়েছে। বিশেষ করে আবাসন, শ্রমিক অধ্যুষিত বিভিন্ন এলাকা এবং বস্তি এলাকাগুলির উপর বাড়তি জোর দিতে বলা হয়েছে। আর এই পুরো প্রক্রিয়ার জন্য রাজ্য স্তরে সাত সদস্যের একটি কমিটিও তৈরি হয়েছে বলে বিজেপি সূত্রে খবর। একইসঙ্গে জেলাগুলিতে পাঁচ সদস্যের কমিটি গঠনের জন্য বলা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া বিভিন্ন বিধানসভা ভিত্তিক তিনজনের কমিটিও রাখতে বলা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, ভোটার তালিকা তৈরির সময়ে এই ধরনের প্রস্তুতি কম-বেশি সব দলই করে থাকে। মূলত নিজেদের ভোটারদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো, এই ভোটার তালিকা প্রস্তুতি ঘিরে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানো এবং একইসঙ্গে ভুয়ো ভোটারকে যাতে অন্য কোনও দল ব্যবহার করতে না পার, তা নিশ্চিত করতেই এই ধরনের প্রস্তুতি নেয় সব দলগুলি। কিন্তু বাংলার রাজনীতিতে বিজেপির জন্য এই কাজ কিছুটা চ্যালেঞ্জিং হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, অতীতে রাজ্যে গেরুয়া শিবিরের সংগঠন সেভাবে বিস্তৃত হয়নি। এখন কলেবরে অনেকটা বেড়েছে। সাংগঠনিক শক্তি বেড়েছে। এখন দেখার নাড্ডার এই নির্দেশ লোকসভার আগে কতটা কার্যকর করতে পারে বিজেপির রাজ্য নেতৃত্ব।