২ টাকায় সরস্বতী প্রতিমা বিক্রি করছে বিজেপি
ভোটমুখী বাংলায় বাগদেবীর মূর্তি বিতরণ বিজেপির, জায়গায় জায়গায় সরস্বতী আরাধনায় মগ্ন তৃণমূলও
কলকাতা: রাত পোহালেই সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মাতবে কচি-কাঁচা থেকে বয়স্করা। পাড়ার মণ্ডপ থেকে বাড়ির জন্য চলছে প্রতিমা কেনার তোড়জোড়। ঠিক তখনই বঙ্গ বিজেপির তরফে ২ টাকায় সরস্বতী প্রতিমা বিক্রি হল কামারহাটিতে। কামারহাটি মণ্ডল ২-এর যুব মোর্চার সহ-সভাপতি কৌশিক মিত্রের উদ্যোগে দু’টাকায় ৯০ টি সরস্বতী প্রতিমা বিলি হল। ভোটমুখী বাংলায় এও কি নয়া প্রচার কৌশল?
কৌশিক মিত্রের কথায়, ‘এ রাজ্যে শিক্ষিত ছেলেরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। যারা গরু চুরি, কয়লা চুরি করছে তারাই ফুলে ফেঁপে উঠেছে। শিক্ষিত ছেলেরা যাতে বাঁচতে পারে, তার জন্য বাংলায় দরকার বিজেপি সরকার। বাঙালির পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে দু’টাকার বিনিময়ে মা স্বরস্বতীর প্রতিমা তুলে দিচ্ছি মানুষের হাতে।’ পরক্ষণেই প্রতিমা বিক্রির জন্য ফেসবুক লাইভে হাঁক পাড়তে দেখা যায় বিজেপির যুব নেতাকে।
১০০ টাকা ছুঁয়েছে জ্বালানি তেলের দাম। সাতশো টাকার আশেপাশে ঘুরছে রান্নার গ্যাসের মূল্য। এই বাজারে দু’টাকায় প্রতিমা কিনতে ভিড় তো জমবেই। বিজেপি নেতার অবশ্য দাবি, এ রাজ্যে কর্মসংস্থানের বাজারে এমন মন্দা যে চাকরি চাইতে গেলে পুলিশের তাড়া খেতে হয় যুবকদের। বাংলার যুবকরা কবে নিজের পায়ে দাঁড়াবেন, কবেই বা ঘর-সংসার করবেন সেই চিন্তায় চিন্তিত তাঁরা। তাই বাংলার ‘আদি সংস্কৃতি ও ঐতিহ্য’ যাতে ফিরে আসে তাই এই উদ্যোগ।
আরও পড়ুন: কেউ কথা রাখেনি: নড়বড়ে সেতু ধরেই রোজ কয়েক হাজার পড়ুয়ার পারাপার
তবে দেবীর মূর্তি যেহেতু বিনামূল্যে বিলি করতে নেই। তাই নামমাত্র মূল্যে বেকার যুবক-যুবতী, ছাত্র-ছাত্রীর হাতে বাগদেবীর প্রতিমা তুলে দিচ্ছেন তাঁরা। এছাড়া তৃণমূলের ‘ভাষা সংস্কৃতি’ মুছে গিয়ে যাতে বিজেপি বাংলায় সরকার গড়ে বাংলার সংস্কৃতিকে পুনর্জীবিত করতে পারে সেটাও তাদের লক্ষ্য বলে ফেসবুক লাইভে মন্তব্য করতে শোনা যায় বিজেপি নেতাকে। রাজ্য সরকারকে নিশানা করে তাঁর কটাক্ষ, দু টাকার চাল, পাঁচ টাকার ডিম ভাতের জন্য যাতে মানুষকে লাইনে দাঁড়াতে না হয়, সবাই যাতে শিক্ষা ও সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে পারেন তাই বাগদেবীর আরাধনা প্রয়োজন।
কিন্তু ভোটমুখী বাংলায় মানুষের আবেগ ছুঁতে এ কি নয়া কৌশল? ভোটের মুখে বাগদেবীর আরাধনায় রাজনীতির ছোঁয়া যদিও প্রথম নয়। হুগলি জেলা জুড়ে ১২০টি সরস্বতী পুজোর আয়োজন করেছে তৃণমূল। পুরো খরচ বহন করছে তারা। এছাড়া গত সপ্তাহে হুগলির রাস্তায় বের হয় তৃণমূলের ট্যাবলো। যেখানে সরস্বতী প্রতিমার পাশাপাশি রাজ্য সরকারের শিক্ষা দফতরের নানা জনমুখী প্রকল্পের খতিয়ান তুলে ধরা হয়।অন্যদিকে রানাঘাটের আঁইশতলায় আবার ১০০টি সরস্বতী প্রতিমা বিলি করতে দেখা গিয়েছে বিজেপিকে।
এ নিয়ে মদন মিত্রের প্রতিক্রিয়া, ‘এসব করে ডাল গলবে না। এর নাম কামারহাটি, জায়গাটা বড় কঠিন ঘাঁটি।’ তিনি বলেন “কেন্দ্রের বিজেপি যদি প্রতিশ্রুতি মাফিক বছরে ২ কোটি চাকরি আর প্রতি ভারতীয়র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দিত তাহলে আর মানুষকে লাইনে দাঁড়াতে হত না।” ২ টাকায় মূর্তি বিক্রি নিয়ে তাঁর মন্তব্য, ‘স্কুল জীবনে আমরা সরস্বতী পুজো করতাম টিফিনের পয়সা বাঁচিয়ে। সেই সরস্বতীকে যারা দু’টাকায় বিক্রি করছেন তারা আদতে রাজনৈতিক ষড়যন্ত্র করছেন।’ তিনি দাবি করেন শুধু বিজেপি কর্মীর বাড়ি গিয়েছে ওই দুই টাকার মূর্তি।