Aparajita Bill: ‘ফুল সাপোর্ট করছি’, মমতার ধর্ষণ-বিরোধী বিলে সম্পূর্ণ সমর্থন বিজেপির
Aparajita Bill: ধর্ষণে অভিযুক্তের ফাঁসির দাবিতে আগেই পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বিল আনার কথা ঘোষণা করেন তিনি। সোমবার থেকে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। মঙ্গলবার পেশ হল বিল।
কলকাতা: আরজি করে ধর্ষণ ও খুনের অভিযোগ নিয়ে এখনও অশান্ত রাজ্য। বিচারের দাবিতে প্রতিনিয়ত পথে নামছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। পুলিশ কমিশনারের পদত্যাগ চেয়ে লালবাজারের সামনে বসে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এমন পরিস্থিতিতে বিধানসভায় পেশ হল ধর্ষণ-বিরোধী বিল। বিলে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, তাতে সমর্থন জানাল বিজেপি। আরজি কর-কাণ্ডে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেও প্রস্তাবিত বিল দেখে খুশি বিজেপি বিধায়করা।
মঙ্গলবার সকালে বিল পেশ হওয়ার পর বিল নিয়ে শুরু হয় আলোচনা। বিজেপির পক্ষে এদিন বক্তব্য পেশ করছেন শিখা চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিখা ও অগ্নিমিত্রা- দুই বিধায়কই জানিয়েছেন ধর্ষণ-বিরোধী এই বিলে সমর্থন জানানো হচ্ছে। শুভেন্দু অধিকারী বক্তব্য পেশ করতে উঠেই বলেন, ‘বিলকে পূর্ণ সমর্থন করা হচ্ছে।’
তবে রাজ্যের বিলে নতুন কী আছে, সেই প্রশ্নও তুলেছেন শুভেন্দু অধিকারী। বিরোধিতা না করলেও, শুভেন্দুর দাবি, ভারতীয় ন্যায় সংহিতায় সব আইন আছে, মৃত্যুদণ্ডের কথাও বলা হয়েছে। তাঁর বক্তব্য, বিজেপি আসলে আন্দোলন বন্ধ করতে, দৃষ্টি ঘোরাতে এই বিল এনেছে।
ধর্ষণের মামলায় আরও কঠোর শাস্তির উল্লেখ করে বিল পেশ করেছে রাজ্য। শুভেন্দু অধিকারী এদিন বলেন, “আমরা চাই এই বিল দ্রুত আইন হিসেবে কার্যকর করা হোক। সেই দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে।” জুনিয়র ডাক্তারদের দাবি মেনে পুলিশ কমিশনার বিনীত গোয়েল কেন সামনে আসছে না, সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তিনি বলেন, “পুলিশ সঙ্গে নিয়ে এসে পদত্যাগের ডিমান্ডটা অন্তত নিয়ে যান পুলিশ কমিশনার।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ শানাতে একের পর এক পেপার কাটিং তুলে ধরেন শুভেন্দু। তিনি উল্লেখ করেন, কামদুনি মামলায় কীভাবে একের পর এক আইনজীবী বদল করেছে সরকার। বিল নিয়ে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তিনি।