Chandan Sen: কাঞ্চনের খোঁচা, R G Kar কাণ্ডের প্রতিবাদে পুরস্কার ফেরালেন নাট্যকার চন্দন সেন

Chandan Sen: প্রতিবাদীদের খোঁচা দিয়ে পুরস্কার ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন কাঞ্চন মল্লিক। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকও একজন অভিনেতা। কিন্তু কাঞ্চনের এহেন মন্তব্যের পরই সমাজের বহু ক্ষেত্র থেকে সমালোচনার ঝড় ওঠে। বিতর্কের মাঝে চাপে পড়ে ক্ষমাও চান কাঞ্চন।

Chandan Sen: কাঞ্চনের খোঁচা, R G Kar কাণ্ডের প্রতিবাদে পুরস্কার ফেরালেন নাট্যকার চন্দন সেন
নাট্যকার চন্দন সেন (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2024 | 12:08 PM

কলকাতা: তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ। পুরস্কার ফেরাচ্ছেন নাট্যকার।২০১৭ সালে  রাজ্য নাট্যক্ষেত্রে সর্বোচ্চ সম্মাননা  ‘দীনবন্ধু মিত্র পুরস্কার’ দেয় নাট্যকার চন্দন সেনকে। সেই পুরস্কার ফেরাচ্ছেন নাট্যকার। তাঁর বক্তব্য, প্রতিবাদীদের এক হয়ে বাঁচতে চান।

প্রসঙ্গত, প্রতিবাদীদের খোঁচা দিয়ে পুরস্কার ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন কাঞ্চন মল্লিক। তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকও একজন অভিনেতা। কিন্তু কাঞ্চনের এহেন মন্তব্যের পরই সমাজের বহু ক্ষেত্র থেকে সমালোচনার ঝড় ওঠে। বিতর্কের মাঝে চাপে পড়ে ক্ষমাও চান কাঞ্চন। কিন্তু তার আগেই নিজের পুরস্কার ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন নাট্যকার চন্দন সেন। ইতিমধ্যেই রাজ্যে তথ্য ও সংস্কৃতি বিভাগের সচিবের কাছে ই-মেল পাঠিয়েছেন বলে নাট্যকার জানিয়েছেন।

এ প্রসঙ্গে অভিনেতা বাদশা মৈত্র বলেন, “এই প্রতিবাদ আরও জোরাল হবে। আমি তো এটাকে বিধায়ক কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত মতামত বলে মনে করছি না। কারণ তিনি যে দলে রয়েছেন, দল কি কোনও পদক্ষেপ করেছেন? তাহলে শিল্পীদের এটা মনে হতেই পারে, যাঁদের পুরস্কার দেওয়া হয়েছে, তাঁদের প্রতি এটাই সরকারের মনোভাব। যে মনোভাব কাঞ্চন মল্লিকের কথায় প্রকাশ পেয়েছে।” তিনি আরও জানিয়েছেন, মালদহের ‘সমবেত প্রয়াস’ নামে একটি নাট্যদল কিছুদিন আগে নাট্য উৎসবের ৫০ হাজার টাকা ফিরিয়েছেন। বাদশা আরও বলেন, “শিল্পীদের যাঁদের আত্মসম্মান রয়েছে, মেরুদণ্ড রয়েছে, তাঁরা এটাই করবেন। পুরস্কার ফেরানো তো একটা প্রতীক। অন্যায়ের প্রতিবাদ। আগামী দিনে একটা আরও বাড়বে।”