Calcutta High Court: পুলিশের আচরণে তীব্র অসন্তোষ বিচারপতির, ৭ দিনের মধ্যে হলফনামা চাইল হাইকোর্ট

Calcutta High Court: আদালতের স্পষ্ট অবস্থান, কোনওভাবেই এটা করা যায় না। বিধি মেনে কাজ করতে হবে পুলিশকে। আগামী ৯ সেপ্টেম্বর ফের শুনানি রয়েছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে।

Calcutta High Court: পুলিশের আচরণে তীব্র অসন্তোষ বিচারপতির, ৭ দিনের মধ্যে হলফনামা চাইল হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2024 | 12:17 PM

কলকাতা:  নবান্ন অভিযানের আগের দিন চার ছাত্রকে গ্রেফতার করা হয় হাওড়া থেকে। এই নিয়ে মামলাও হয় কলকাতা হাইকোর্টে। শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি এবং প্রীতম সরকার নামে ওই চার ছাত্র নিখোঁজ হওয়ায় আশঙ্কা প্রকাশ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরের দিনই তাঁদের ছেড়ে দেয় পুলিশ। পুলিশের এমন আচরণ নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ।

আজ, মঙ্গলবার আদালতের নির্দেশ মতো হাইকোর্টে রিপোর্ট জমা দেয় রাজ্য সরকার। তবে মামলাকারীদের আইনজীবী দাবি করেন, বিধি মেনে গ্রেফতার করা হয়নি। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বক্তব্য, গ্রেফতার বিধি মেনে হয়েছে কি না, হলফনামা দিয়ে তথ্য প্রমাণ সহ তা জমা দিতে হবে রাজ্যকে।

মামলাকারীর আইনজীবী বলেন, “কোনও আইন বিধি না মেনে গ্রেফতার করা হয়েছে ওই চারজনকে। আবার ছেড়েও দেওয়া হয়েছে।” আদালতের স্পষ্ট অবস্থান, কোনওভাবেই এটা করা যায় না। বিধি মেনে কাজ করতে হবে পুলিশকে। আগামী সাতদিনের মধ্যে সব পক্ষকে হলফনামা ও তার পাল্টা বক্তব্য জানাতে হবে। আগামী ৯ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, আরজি করের ঘটনার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে লালবাজারের সামনে সোমবার রাত থেকে অবস্থানে বসেছেন জুনিয়র ডাক্তাররা। রাতভর চলেছে অবস্থান।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)