Bratya Basu on Education Policy: স্নাতকের পাঠ তিন বছরের নাকি চার? ‘সবুজ সংকেত’ পেলেই জানাবেন ব্রাত্য
Bratya Basu on Education Policy: দুটি ব্যবস্থার ক্ষেত্রে পর্যাপ্ত পরিকাঠামো, নিরাপত্তা, সুব্যবস্থা নিশ্চিত করতে সেই বিষয়ে সরকার আলোচনা চালাচ্ছে বলে দাবি মন্ত্রীর
কলকাতা: জাতীয় শিক্ষানীতি নিয়ে কেন্দ্র-রাজ্য বিরোধের ছবি সামনে এসেছে আগেই। সেই শিক্ষানীতি প্রথম থেকেই মেনে নিতে রাজি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কতটা যুক্তিযুক্ত সেই নীতি? তা জানতে কমিটিও গঠন করা হয়েছিল রাজ্যে। তবে আদৌ কি সেই শিক্ষানীতি প্রযোজ্য হবে এ রাজ্যের শিক্ষা ক্ষেত্রে? এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর আবারও সামনে আসছে সেই প্রশ্ন। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পেলেই বিষয়টি সামনে আনবেন তিনি।
নতুন শিক্ষানীতিতে চার বছরের স্নাতকের পাঠ নিতে হবে। রাজ্য কোনও সিদ্ধান্ত না জানানোয় পড়ুয়ারা এখনও এ ব্যাপারে নিশ্চিত হতে পারছেন না। শুক্রবার এ বিষয়ে প্রশ্ন করা হলে, ব্রাত্য বসু জানান, এ বছরের ভর্তির ক্ষেত্রে দুটি পরিবর্তন আসতে পারে। এক, তিন বছরের বদলে স্নাতকের কোর্স হতে পারে চার বছরের। আর দ্বিতীয়টি হল, ভর্তি প্রক্রিয়ায় কেন্দ্রীয়করণ। দুটি বিষয় নিয়ে দফায় দফায় আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, ভর্তির ক্ষেত্রে সরকারের দায়বদ্ধতা আছে। দুটি ব্যবস্থার ক্ষেত্রে পর্যাপ্ত পরিকাঠামো, নিরাপত্তা, সুব্যবস্থা নিশ্চিত করতে সেই বিষয়ে সরকার আলোচনা চালাচ্ছে। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শেষ দফার আলোচনা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দিলেই পুরো বিষয়টা সামনে আনবেন তিনি। তারপরই পড়ুয়াদের বিভ্রান্তি কাটবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, কলকাতার সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষ থেকেই তারা জাতীয় শিক্ষানীতি মেনে পাঠ্যক্রম চালু করতে চলেছে। চার বছরে স্নাতক হওয়ার পর এক বছরের এমএ কোর্স করতে পারবেন পড়ুয়ারা। এই বিষয়ে বিশদ নির্দেশিকা বিশ্ববিদ্যালয়েপ ওয়েবসাইটেও তুলে দেওয়া হয়েছে।