Kurmi Protest: কোনও কুড়মি নেতাকে ছাড়ব না : বীরবাহা
Kurmi Protest: সূত্রের খবর, গড় শালবনিতে অভিষেকের কনভয় আসার আগেই ৫ নম্বর জাতীয় সড়কে চলছিল কুড়মিদের অবরোধ। বহু চেষ্টা করেও পুলিশ তাঁদের তুলতে পারেনি।
শালবানি: শুক্রবারের সন্ধ্যায় শালবনিতে অভিষেকের কনভয়ে আছড়ে পড়ল কুড়মি রোষ (Kurmi Protest)। যা নিয়ে তুমুল শোরগোল জেলার রাজনৈতিক মহলে কনভয়ে থাকা তৃণমূল কর্মীদের মারধর, মন্ত্রী বীরবাহা হাঁসদার (Minister Birbaha Hansda) গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। আহত বীরবাহার গাড়ির চালক। তাঁর গাড়ি-সহ কনভয়ে থাকা একাধিক গাড়ির কাচ ভেঙে গিয়েছে বলে খবর। তবে নিরাপদেই রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। এ ঘটনার পরেই কুড়মি নেতাদের দেখে নেওয়ার হুঁশিয়ারি দিতে দেখা গেল বীরবাহাকে।
রীতিমতো ক্ষোভের সুরে এদিন বীরবাহা হাঁসদাকে বলতে শোনা গেল, “এটা জাতিগত আন্দোলন নয়। কারণ জাতের রাজনীতি এত বাজে-নোংরা হয় না। আমরাও জাতের রাজনীতি করেছি। আমরা কুড়মি সম্প্রদায়কে এখনও পর্যন্ত অসম্মান করিনি। যেটা হচ্ছে সেটা আসলে নোংরামির রাজনীতি। আমরা এর তীব্র বিরোধিতা করব। এর জবাব আমরা চাইব। কুড়মি সম্প্রদায়ের কোনও নেতাকে ছাড়ব না।”
সূত্রের খবর, গড় শালবনিতে অভিষেকের কনভয় আসার আগেই ৫ নম্বর জাতীয় সড়কে চলছিল কুড়মিদের অবরোধ। বহু চেষ্টা করেও পুলিশ তাঁদের তুলতে পারেনি। এরইমধ্যেই অভিষেকের কনভয় এসে পৌঁছাতেই রীতিমতো আক্রমণাত্মক হয়ে ওঠেন আন্দোলনকারীরা। অভিষেকে গাড়ি বেরিয়ে যেতেই পিছনে থাকা গাড়িগুলির উপর হামলা শুরু হয় বলে খবর। অভিষেকের গাড়ির কোনও ক্ষতি না হলেও বীরবাহা হাঁসদার গাড়ির উপরে হামলা হয়। তাঁর গাড়ির কাচও ভেঙে যায়। পাশাপাশি বেশ কিছু তৃণমূল কর্মী যখন ওই রাস্তা দিয়ে মোটরবাইক নিয়ে যাচ্ছিলেন তাঁদের উপরেও হামলা হয় বলে অভিযোগ। এলাকায় কর্তব্যরত পুলিশ কর্মীদের উপরেও হামলা হয় বলে খবর। ছোড়া হয় ঢিল।