Buddhadeb Bhattacharya: বুদ্ধদেবের চিকিৎসায় মেডিক্যাল বোর্ডে আরও ২ চিকিৎসক, মোট সদস্য ১১
Buddhadeb Bhattacharya's Health Condition: শনিবার দুপুরে হঠাৎ করেই শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায় তাঁর। তারপরই ভর্তি করা হয় হাসপাতালে। বর্তমানে ইনভেসিভ ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
কলকাতা: উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadev Bhattacharya)। শনিবার দুপুরে হঠাৎ করেই শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায় তাঁর। তারপরই ভর্তি করা হয় হাসপাতালে। বর্তমানে ইনভেসিভ ভেন্টিলেশনেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই চিকিৎসক কৌশিক চক্রবর্তী, সৌতিক পাণ্ডার নেতৃত্বে তৈরি হয়েছে নয় সদস্যের মেডিক্যাল বোর্ড।
এখন কেমন আছেন বুদ্ধবাবু? তাঁর শারীরিক অবস্থার আপডেট পড়ুন…
সর্বশেষ তথ্য উপরে
- বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডে আরও ২ জন চিকিৎসককে যোগ করা হল।সংক্রমণ রোগ বিশেষজ্ঞ চিকিৎসক দীপনারায়ণ মুখোপাধ্যায় ও এন্ডোক্রিনোলজির চিকিৎসক সেমন্তী চক্রবর্তী মেডিক্যাল বোর্ডে যোগ দিলেন। সবমিলিয়ে বুদ্ধদেবের চিকিৎসার জন্য গঠিত বোর্ডে এখন চিকিৎসকের সংখ্যা হল ১১।
- এ দিন বিকেল নাগাদ হাসপাতালে বুদ্ধদেবকে দেখতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিনিট পাঁচেক হাসপাতালে ছিলেন তিনি। চিকিৎসকদের কাছ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরিক অবস্থার খোঁজ নেন। হাসপাতাল থেকে বেরিয়ে বলেন, “আমাকে ওনার পার্টির সকলে খুব সহযোগিতা করেছেন। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় আমি বিধায়ক ছিলাম। শুধু বলতে পারি ওনার মতো সৎ রাজনীতিবিদ এ রাজ্যে আর হবে না।”
- আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, “এখন একটু ভাল আছেন। দ্রুত উনি সুস্থ হয়ে বাড়ি ফিরুন চাইব।” তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আপাতত স্থিতিশীল শুনেছি। আমরা ওনার দ্রুত আরোগ্য কামনা করি।”
- চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় জানান যে আজকে সিটি স্ক্যান আপাতত স্থগিত রাখা হয়েছে। গতকাল ওনাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। আর সিটি স্ক্যানের জন্য সিফিটিং-এর একটা বিষয় রয়েছে। তাই আজকে না করে আগামিকাল করার কথা বলা হয়েছে।আরও এক চিকিৎসক বললেন, সদ্য জ্ঞান ফিরছে। ওনার দিক থেকে সহযোগিতা আসছে। সিপিএম নেতা তথা ডঃ সূর্যকান্ত মিশ্র, “কালকে রাত্রিবেলা যে অবস্থা ছিল তার থেকে অবস্থার উন্নতি হয়েছে। সেন্স ফিরছে।”
- হাসপাতাল সূত্রে খবর, এখনও আইসিইউ-তে থাকলেও বুদ্ধবাবুর ঘুমের ওষুধ বন্ধ করা হয়েছে। চিকিৎসকদের ডাকে হাত-পা নাড়িয়ে সাড়া দিচ্ছেন তিনি। ক্রিয়েটিনিন ২ থেকে কমে ১.৮৬ দাঁড়িয়েছে। প্রস্রাবের মাত্রা ভাল।
- বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে এলেন সিপিএম নেতা রবীন দেব। এলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। এসেছেন বিমান বসু, কংগ্রেস নেত্রী কৃষ্ণা দেবনাথ।
- হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসায় অল্প সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর আচ্ছন্ন ভাব কিছুটা কেটেছে। মাঝে মধ্যে অল্প চোখ খুলছেন। রাইলস টিউবে দেওয়া হচ্ছে তরল খাবার।
- আজ সকাল ১০টায় প্রকাশিত হবে মেডিক্যাল বুলেটিন। সেখানেই কার্যত পরিষ্কার হয়ে যাবে এখন কেমন আছেন তিনি।
- হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আজ একটি সিটি স্ক্যানের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ফুসফুসের কতটা ক্ষতি হয়েছে তা বোঝার জন্য সিটি স্ক্যান করা হবে। রক্তের কয়েকটি পরীক্ষাও পুনরায় করা হতে পারে বলে খবর।
- ন’জন সদস্যের মেডিক্যাল বোর্ড জানিয়েছে, রাত্রিবেলা নতুন করে বুদ্ধবাবুর শারীরিক অবস্থার অবনতি হয়নি। এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি। তবে একেবারেই বিপদমুক্ত বলা যাচ্ছে না।
- ইতিমধ্যেই বদলে ফেলা হয়েছে অ্যান্টিবায়োটিক।আগামী ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রক্তচাপের ওঠানামা রয়েছে।
- চিকিৎসকরা জানাচ্ছেন,মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স এক ব্যাক্টেরিয়ার খোঁজ মিলেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে।ক্লেবশিয়েলা (Klebsiella) নামে এই মারণ ব্যাক্টেরিয়ার খোঁজ পেয়েছেন চিকিৎসকেরা।ফুসফুসের দু’দিকেই আক্রমণ করেছে নিউমোনিয়া।