Jyotipriya Mallick: অবনতি হচ্ছে শারীরিক অবস্থার, বালুর মেডিক্যাল টেস্ট করাতে বলল আদালত
Ration Scam Case: গতকাল জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতে সওয়াল করেন, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা ভাল নয়। প্রতিদিন অবনতি হচ্ছে। কিডনির সমস্যা রয়েছে। যে কোনও চিকিৎসককে দিয়ে পরীক্ষা করানো যেতে পারে।
কলকাতা: রেশন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার কথা জানতে চায় আদালত। তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখার জন্য এবার মেডিক্যাল টেস্টের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ, জেল কর্তৃপক্ষ যে কোনও জায়গা প্রাক্তন মন্ত্রীর শারীরিক প্রয়োজনীয় পরীক্ষা করাতে পারেন।
গতকাল কলকাতা হাইকোর্টে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতে সওয়াল করেন, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা ভাল নয়। প্রতিদিন অবনতি হচ্ছে। কিডনির সমস্যা রয়েছে। যে কোনও চিকিৎসককে দিয়ে পরীক্ষা করানো যেতে পারে। তাঁর আরও দাবি, এর আগে একটা পরীক্ষার জন্য প্রেসিডেন্সি জেলে আবেদন করা হয়েছিল। কিন্তু তারপরও কাজ হয়নি। পাল্টা আবার ইডির আইনজীবী ধীরজ ত্রিবেদীর বক্তব্য, বাইরে পরীক্ষা করানোর আগে একবার দেখে নেওয়া দরকার জেল হাসপাতালেই পরীক্ষাগুলি করানো সম্ভব কি না। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি শুভ্রা ঘোষের বালুর মেডিক্যাল টেস্টের অনুমতি দেন। দু’সপ্তাহ পর এই মামলার শুনানি।
উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন রেশন দুর্নীতির গন্ধ প্রথম পান ইডি আধিকারিকরা। এরপর তাঁরা বাকিবুর রহমান নামে এক চালকল ব্যবসায়ীকে গ্রেফতার করে। বাকিবুরকে জেরা করে প্রথম নাম উঠে আসে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। গত বছরের ২৬ অক্টোবর গ্রেফতার হন তিনি। এর আগে একাধিকবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে জামিন চেয়েছিলেন বালু মল্লিক। তবে তা মঞ্জুর করেনি আদালত।