Calcutta High Court: পুরুষ পুলিশ অফিসারদের সামনে যৌন নির্যাতনের বর্ণনাটাই বেআইনি: কলকাতা হাইকোর্ট
Calcutta High Court: এই মামলায় বিচারপতি নির্দেশ দেন, এরপর একজন সিনিয়র পুলিশ অফিসারের নজরদারিতে এই তদন্ত করতে হবে। ডিএসপি পদমর্যাদার অফিসারকে নিয়োগ করতে হবে তদন্তে। বাগনান থানাকে ওই নির্যাতিতা ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়
কলকাতা: এক নাবালিকা নির্যাতিতাকে থানায় ডেকে নির্যাতনের বর্ণনা শোনায় অত্যন্ত ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে বাগনানের এক নাবালিকার ধর্ষণ মামলার শুনানি ছিল। তাতে বিচারপতির অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য, “ওসি, আইও-সহ পুরুষ অফিসারদের সামনে বসিয়ে শারীরিক নির্যাতনের বর্ণনা করতে বলাটাই বেআইনি। এটা গুরুতর অভিযোগ। এটা করতে পারে না পুলিশ।”
এই মামলায় বিচারপতি নির্দেশ দেন, এরপর একজন সিনিয়র পুলিশ অফিসারের নজরদারিতে এই তদন্ত করতে হবে। ডিএসপি পদমর্যাদার অফিসারকে নিয়োগ করতে হবে তদন্তে। বাগনান থানাকে ওই নির্যাতিতা ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। যদি তারপরও কোনও সমস্যা হয়, তাহলে পরিবার যাতে সরাসরি বিষয়টি এসে আদালতে জানায়, সেই আশ্বাসও দেন বিচারপতি।
সম্প্রতি বাগনানে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের তরফ থেকে বাগনান থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর থানায় ডেকে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয় বলে সূত্রের খবর। পরিবারের অভিযোগ, ধর্ষিতা এক নাবালিকাকে থানায় ডেকে ওসি, আইও এবং অন্য অফিসারের সামনে নির্যাতনের ঘটনার বর্ণনা করতে বলা হয়।
মামলাকারী পরিবারের বক্তব্য, এমনিতেই তাদের মেয়ে আতঙ্কে রয়েছে। ঘটনার ভয়াবহতার রেশ কাটিয়ে উঠতে পারেনি। বারে বারে হুমকি ফোন আসছে, মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। তার মধ্যে পুলিশ থানায় ডেকে যেভাবে সবার সামনে বর্ণনা শুনতে চাইছে, সেটা একজন নির্যাতিতার কাছে বিভীষিকার মতো। এই মর্মে নির্যাতিতা নাবালিকার পরিবার পাল্টা আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলারই শুনানি ছিল মঙ্গলবার।