Calcutta High Court: আদালতের অনুমতি ছাড়া গ্রেফতারি নয়, রক্ষাকবচ DA মঞ্চের ভাস্কর ঘোষের

DA Protest: বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া গ্রেফতার করা যাবে না সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ককে। তবে পুলিশ নিজেদের মতো করে তদন্ত চালিয়ে যেতে পারবে বলেও জানিয়েছে আদালত।

Calcutta High Court: আদালতের অনুমতি ছাড়া গ্রেফতারি নয়, রক্ষাকবচ DA মঞ্চের ভাস্কর ঘোষের
রক্ষাকবচ পেলেন ভাস্কর ঘোষImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 12, 2024 | 2:48 PM

কলকাতা: এবার আইনি রক্ষাকবচ পেলেন বকেয়া মহার্ঘভাতার দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। মহার্ঘভাতার দাবিতে আন্দোলনকারীদের নেতৃত্বের বিরুদ্ধে ভুয়ো মামলার অভিযোগ তোলা হয়েছিল। সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। মামলাটি উঠেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চে। বুধবার সেই মামলার শুনানিতে ভাস্কর ঘোষকে আইনি রক্ষাকবচ দিল হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া গ্রেফতার করা যাবে না সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ককে। তবে পুলিশ নিজেদের মতো করে তদন্ত চালিয়ে যেতে পারবে বলেও জানিয়েছে আদালত।

এর পাশাপাশি পুলিশকে আরও নির্দেশ দেওয়া হয়েছে, অভিযোগকারীর মেডিক্যাল রিপোর্ট জমা দিতে হবে আদালতে। আগামী ১৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এদিনের হাইকোর্ট চত্বরে ভাস্কর ঘোষের তরফের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য ভাস্কর ঘোষকে বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। একাধিক মিথ্যা মামলা করা হয়েছে। যেভাবেই হোক তাঁকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালানো হচ্ছে।’

আইনজীবী আরও জানান, ‘আমরা এফআইআর খারিজের আবেদন জানিয়েছি। ১৬ তারিখের ঘটনায় ভবিষ্যতে সংগ্রামী যৌথ মঞ্চের কাউকে যাতে গ্রেফতার না করা হয়, সেই আর্জি জানিয়েছি। আদালত নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে গ্রেফতার করা যাবে না আদালতের অনুমতি ছাড়া। তবে তদন্ত তদন্তের মতো চলতে পারবে।’