Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Justice Abhijit Ganguly: দুর্নীতির সব মামলাই হয়ত সরে যাবে : বিচারপতি গঙ্গোপাধ্যায়

Justice Abhijit Ganguly: শীর্ষ আদালতের নির্দেশে আজ অভিষেকের নাম বলানো সংক্রান্ত মামলা তাঁর হাত থেকে সরে গেলেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ধারণা, আরও মামলা তাঁর হাত থেকে সরে যেতে পারে। বললেন, 'আরও দুর্নীতির মামলা আছে। তবে আমার ধারণা সেগুলিও আমার হাত থেকে সরে যাবে।'

Justice Abhijit Ganguly: দুর্নীতির সব মামলাই হয়ত সরে যাবে : বিচারপতি গঙ্গোপাধ্যায়
বিচারপতি গঙ্গোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 9:55 AM

কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Justice Abhijit Ganguly) একক বেঞ্চ থেকে সরে যাচ্ছে অভিষেক সংক্রান্ত মামলা। ওই  মামলা অন্য কোনও বিচারপতির হাতে যাবে। মামলা সরে যাওয়ায় কি মন খারাপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের? শনিবার রাতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের স্পষ্ট জবাব, তাঁর একেবারেই মন খারাপ নয়। বললেন, ‘এই মামলা তো আমার ব্যক্তিগত উদ্দেশ্যে শুরু করিনি। তাই এই মামলা আমার কাছে রইল… কি অন্য কারও কাছে গেল, তা নিয়ে আমার বিশেষ কোনও মাথাব্যথা নেই।’ একইসঙ্গে আরও একটি সম্ভাবনার কথা উল্লেখ করলেন তিনি। শীর্ষ আদালতের নির্দেশে এই মামলা তাঁর হাত থেকে সরে গেলেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ধারণা, আরও মামলা তাঁর হাত থেকে সরে যেতে পারে। বললেন, ‘আরও দুর্নীতির মামলা আছে। তবে আমার ধারণা সেগুলিও আমার হাত থেকে সরে যাবে। আজ যে গ্রাউন্ডে সরে গিয়েছে, সেই একই গ্রাউন্ডে সরে যাবে বলে আমার ধারণা।’

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে বিচারাধীন রয়েছে। ইতিমধ্যেই সেই মামলাগুলির অনেকটা অগ্রগতিও হয়েছে। এমন অবস্থায় এদিন সুপ্রিম কোর্টের নির্দেশের কথা প্রকাশ্যে আসার পর আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মধ্যে এক হতাশা ও ক্ষোভের চিত্র ধরা পড়েছে। তাঁদের উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বার্তা, ‘আপনারা অপেক্ষা করুন। মামলা তো শেষ হয়ে যায়নি। মামলা তো অন্য কোনও বিচারপতির কাছে যাচ্ছে। তিনিও তো একজন হাইকোর্টের বিচারপতি। তিনি দেখবেন।’  তিনি সেই সঙ্গে এও বলেছেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশকে মেনে চলতে হবে। এতে যদি ব্যক্তিগতভাবে কারও মন খারাপ হয়ে থাকে, তাহলে সেখানে বিশেষ কিছু করার নেই।’

তাহলে কি বিচারপতি মনে করছেন সব মামলাগুলিই তাঁর হাত থেকে অন্য বিচারপতির কাছে চলে যেতে পারে? সেই বিষয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিচারপতি গঙ্গোপাধ্য়ায় বললেন, ‘আমি অর্ডার দেখে এখনও খুব ভালভাবে বুঝিনি। আইনজীবীরা আসবেন। তাঁরা সাবমিশন করবেন। সেই অনুযায়ী আমি ব্যাপারটা বুঝে নেব।’