Justice Abhijit Ganguly: পদত্যাগ করছি না, পালিয়ে যাওয়ার লোক নই: বিচারপতি গঙ্গোপাধ্যায়
Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, 'আমার যে কাজের ধরন, আমি সেই মতো কাজ করেছি। এরপর যিনি বিচারপতি আসবেন, তিনি তাঁর নিজস্ব ধরনে কাজ করবেন। সেই কাজ করতে গিয়ে, আমি যে কাজ ৬ মাসে করছিলাম, সেই কাজ করতে গিয়ে যদি ৬০ বছরও লেগে যায়, তাতে আমারও কিছু বলার নেই, সুপ্রিম কোর্টেরও কিছু বলার নেই।'
কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে অভিষেক সংক্রান্ত মামলা সরে যাচ্ছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) একক বেঞ্চ থেকে। এরই মধ্যে এবার সাংবাদিকদের মুখোমুখি বিচারপতি গঙ্গোপাধ্যায়। বললেন, ‘ভবিষ্যদ্বাণী অবশ্যই ফলে গেল। আমি খুব আশ্চর্য, বা হয়ত একদমই আশ্চর্য নই।’ তবে আগামী সোমবার থেকে যে তাঁকে আবার একইরকমভাবে দেখা যাবে, সেই বিষয়টিও নিশ্চিত করলেন তিনি। বললেন, ‘আমি একেবারেই পদত্যাগ করছি না। আমি পালিয়ে যাওয়ার লোক নই।’ বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, ‘এক এক জনের কাজ করার ধরন এক এক রকমের। আমার যে কাজের ধরন, আমি সেই মতো কাজ করেছি। এরপর যিনি বিচারপতি আসবেন, তিনি তাঁর নিজস্ব ধরনে কাজ করবেন। সেই কাজ করতে গিয়ে, আমি যে কাজ ৬ মাসে করছিলাম, সেই কাজ করতে গিয়ে যদি ৬০ বছরও লেগে যায়, তাতে আমারও কিছু বলার নেই, সুপ্রিম কোর্টেরও কিছু বলার নেই।’ সব শেষে বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, ‘সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও!’
‘কারও মন খারাপ হলে, বিশেষ কিছু করার নেই’
মামলা সরে যাওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্ট থেকে এসেছে, সেই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, ‘আমি তো নিজে সরাচ্ছি না। এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ তো আমাদের সকলকে মেনে নিতে হবে। একটি শৃঙ্খলা তো রয়েছে। সুপ্রিম কোর্ট হল এই দেশের সর্বোচ্চ আদালত। আমরা হাইকোর্ট হিসেবে সুপ্রিম কোর্টকে মেনে চলি। সুপ্রিম কোর্টের নির্দেশকে মেনে চলতে হবে। এতে যদি ব্যক্তিগতভাবে কারও মন খারাপ হয়ে থাকে, তাহলে সেখানে বিশেষ কিছু করার নেই।’
‘আগামীতেও দুর্নীতির বিরুদ্ধে সরব হব’
যদি আগামী দিনে আবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও মামলা তাঁর হাতে আসে, তাহলে তিনি আবারও একইভাবে সরব হবেন, সেই কথাও স্পষ্ট করলেন তিনি। বললেন, ‘নিশ্চয়ই সরব হব। যতদিন আমি বিচারপতি হিসেবে কাজ করব, বা যখন বিচারপতি থাকব না… যখন অন্য কিছু ক্ষেত্রে কাজ করব… আমি যে কোনও দুর্নীতির বিরুদ্ধেই সরব হব।’