CBI Investigation : ভোট পরবর্তী হিংসা থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, একাধিক মামলার যোগসূত্র আজ সিবিআই

CBI Investigation : ধর্ষণ, খুন কিংবা দুর্নীতির অভিযোগ। রাজ্য পুলিশের তদন্তে কোনও আস্থা নেই বলে বারবার সরব হয়েছে বিরোধীরা। একাধিক ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি।

CBI Investigation : ভোট পরবর্তী হিংসা থেকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, একাধিক মামলার যোগসূত্র আজ সিবিআই
গত কয়েকমাসে একাধিক মামলার তদন্তভার সিবিআই-কে দিয়েছে হাইকোর্ট
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2022 | 10:14 PM

কলকাতা : বগটুইকাণ্ড। হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ। তপন দত্ত খুন। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। এই মামলাগুলির কথা বললে এখন একটাই যোগসূত্র মনে আসবে। প্রত্যেকটি মামলার তদন্তভার সিবিআইয়ের (CBI) হাতে। গত কয়েকমাসে একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্তভার পাওয়ায় আশায় বুক বেঁধেছেন কেউ। আবার সিবিআইকে কেন্দ্রের ‘তোতাপাখি’ বলে সরব হয়েছে শাসকদল।

ধর্ষণ, খুন কিংবা দুর্নীতির অভিযোগ। রাজ্য পুলিশের তদন্তে কোনও আস্থা নেই বলে বারবার সরব হয়েছে বিরোধীরা। একাধিক ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। বিভিন্ন ঘটনায় ভুক্তভোগীরাও সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যের একাধিক জায়গায় উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, তাদের দলের কর্মীরা তৃণমূলের সন্ত্রাসে ঘরছাড়া হয়েছেন। ভোট পরবর্তী হিংসায় খুন, ধর্ষণের অভিযোগও ওঠে। গত বছরের ২১ অগস্ট ভোট পরবর্তী খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে অনেকদিন আগে থেকে সরব চাকরিপ্রার্থীরা। তাঁরা এই নিয়ে আন্দোলনে নেমেছেন। ২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে। গত ২৮ ফেব্রুয়ারি ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

ফেব্রুয়ারি মাসে হলদিয়া বন্দরে লরি থেকে তোলাবাজির অভিযোগের মামলায়ও সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। তবে রাজ্যের আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত।

চলতি বছরের ২১ মার্চ বীরভূমের রামপুরহাটের বগটুইয়ে উপ প্রধান ভাদু শেখ খুন হয়। ওই দিন রাতে একের পর এক বাড়িতে আগুন ধরে। পুড়ে মৃত্যু হয় ১০ জনের। অভিযোগ, ভাদু শেখের অনুগামীরা বাড়িতে বাড়িতে ঢুকে হামলা চালায়। তারপর আগুন ধরিয়ে দেয়। ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। পরে ভাদু শেখ খুনের মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে হাইকোর্ট তুলে দেয়।

এছাড়াও ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন, নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। ২০১৮ সালে হেরিটেজ ত্রিপুরা ভবনের একাংশে বেআইনি নির্মাণের অভিযোগে কলকাতা পুরনিগমের বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলাতেও মে মাসে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। আবার মে মাসেই মালদার কালিয়াচকে জোর করে ধর্মান্তরণের অভিযোগ নিয়ে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেওয়া হয়। এনআইকে-ও এর তদন্তভার দেয় আদালত। চলতি মাসের ৯ তারিখে বালির তপন দত্ত খুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর গতকাল হাইকোর্ট প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুর্নীতির তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়েছে।

সবমিলিয়ে গত কয়েকমাসে রাজ্যে একাধিক মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে সিবিআই। যা নিয়ে রাজনৈতিক চাপান-উতরও তৈরি হয়েছে। এরই মধ্যে সিবিআইয়ের কলকাতা জ়োনে যুগ্ম অধিকর্তা বদল হয়েছে। এখন দেখার, এইসব মামলার তদন্ত কত দ্রুত শেষ করতে পারে সিবিআই।