মামলার এজলাস নির্ধারণ কোন নিয়মে? জানতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ খোদ হাইকোর্ট
Calcutta High Court: কলকাতা হাইকোর্টে এজলাস নির্ধারণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল।
কলকাতা: কম তো হচ্ছেই না, উলটে বেড়েই চলেছে কলকাতা হাইকোর্টে মামলার এজলাস নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব। গোটা ঘটনা নিয়ে এ বার মামলার জল গড়াল সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে এজলাস নির্ধারণ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল। হাইকোর্টে মামলাগুলির ক্ষেত্রে আদালতের বিধি মেনেই তা চালানো হবে, নাকি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিজেই ঠিক করবেন, সেই জবাব চাওয়া হয়েছে হাইকোর্টের তরফে।
নারদ-সহ আরও একাধিক মামলায় যেভাবে এজলাস বদলের সিদ্ধান্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়েছিলেন, তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীদের একাংশ। হাইকোর্টের বিধি মেনে তিনি এজলাস বদল করছেন না, এমন দাবি তোলেন আইনজীবীরা। এমনকী, একই কারণে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বিরুদ্ধে তীব্র অসন্তোষও প্রকাশ করেছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। যা নিয়ে আইনজীবীদের একাংশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাস বয়কট করার হুমকি পর্যন্ত দেন। যদিও শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ওই মামলাটি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসেই ফিরিয়ে দেন বিন্দাল।
কিন্তু এ বার গোটা ঘটনাটি পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। সোমবারই কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল সুপ্রিম কোর্টে মামলাটি দায়ের করেন। মামলাটির মাধ্যমে আদালতের তরফে জানতে চাওয়া হয়েছে, কলকাতা হাইকোটের যে একটি বিশেষ আইন রয়েছে, সেই বিধি মেনেই কি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এজলাস নির্ধারণ করবেন? নাকি নিজের পছন্দমতো এজলাসে ইচ্ছেমতো মামলা পাঠাতে পারবেন তিনি? সেই প্রশ্নের উত্তর চেয়েই মামলা করেছে হাইকোর্ট। আরও পড়ুন: ৭ হাজার মানুষের ফোন নম্বর ১টি! বন্যাত্রাণে ব্যাপক ‘দুর্নীতি’, রাজ্যকে ভর্ৎসনা আদালতের