Calcutta High Court: কেষ্টকে রক্ষাকবচ দিল না হাইকোর্ট, দিল্লি নিয়ে যেতে পারবে ED
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলকে কোনও আইনি রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। দিল্লি যাত্রা আটকাতে কোনও নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট।
কলকাতা: কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জোর ধাক্কা অনুব্রত মণ্ডলের। খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আবেদন। অনুব্রত মণ্ডলকে কোনও আইনি রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। দিল্লি যাত্রা আটকাতে কোনও নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। ফলে আপাতত গরু পাচার মামলায় (Cow Smuggling Case) গ্রেফতার অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকছে না। শুধু যে জামিনের আবেদন খারিজ হয়েছে তাই নয়, এর পাশাপাশি দিল্লিতে এবং কলকাতায় একই আবেদন কেন? সেই প্রশ্নে তথ্য গোপনের জন্য এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। দু’টি আদালতে একই ধরনের আবেদন করার জন্য এই জরিমানার নির্দেশ দিয়েছে আদালত।
শারীরিক অবস্থার কথা মাথায় রেখে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে হলে, ইডি আধিকারিকরা তাঁকে বিমানে করে নিয়ে যাবেন। কলকাতায় কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা হাসপাতালের চিকিৎসকরা অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করে ফিট সার্টিফিকেট দিলে, তারপরে ইডির গোয়েন্দারা তাঁকে নিয়ে দিল্লি যেতে পারবেন, জানিয়েছে হাইকোর্ট।
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়ে উঠছিল না। দিল্লিযাত্রা ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন অনুব্রত মণ্ডলে আইনজীবীরাও। অনুব্রত মণ্ডলের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে আসানসোল আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কেষ্টর আইনজীবীরা।
উল্লেখ্য, এর আগে গতকাল আসানসোল আদালতে অনুব্রত মণ্ডলকে যখন ভার্চুয়ালি পেশ করা হয়েছিল, সেখানে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, ফিসচুলার সমস্যার কথা। প্রসঙ্গত, এদিন হাইকোর্টে অনুব্রতর আইনজীবীর তরফে দাবি করা হয়, দিল্লিতে মামলা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হবে না বলে ইডি একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছিল। তারপরও কেন গ্রেফতার করা হল এবং কেন দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন দিল্লির আইনজীবী। আর এই প্রশ্ন করতেই হাইকোর্টে জোর ধমক খান অনুব্রতর আইনজীবী। আদালতে করা ইডি-র মৌখিক প্রতিশ্রুতি কেন রেকর্ড করানো হয়নি, তা নিয়ে ধমক দেন বিচারপতি।