পুরুষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা হলেও মহিলার বিরুদ্ধে করা যায় না কেন? জানাল আদালত

Calcutta High Court: অভিযোগকারী মহিলার বলেছিলেন, তাঁর বাড়িতে ঢুকে পড়েছিলেন এক অভিযুক্ত, সেই সময় তিনি পোশাক বদলাচ্ছিলেন। তখনই ওই অভিযুক্ত তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। এমনকী প্রলোভন দেখিয়ে যৌনতায় বাধ্য করার চেষ্টা অভিযোগও ওঠে।

পুরুষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা হলেও মহিলার বিরুদ্ধে করা যায় না কেন? জানাল আদালত
কলকাতা হাইকোর্টে শ্লীলতাহানির অভিযোগImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Updated on: Jul 27, 2024 | 2:29 PM

কলকাতা: যৌন হেনস্থার অভিযোগে হওয়া বহু মামলা চলছে দেশের একাধিক আদালতে। কোন কোন ক্ষেত্রে অভিযোগকে ‘যৌন হেনস্থা’ বলে চিহ্নিত করা হয়, সেই সংজ্ঞাও রয়েছে আইনে। তবে প্রশ্ন হল, একজন পুরুষ যৌন হেনস্থার অভিযোগে দোষী সাব্যস্ত হতে পারেন, কিন্তু একজন মহিলাকে কি সেই দোষে দোষী করা সম্ভব? কলকাতা হাইকোর্টে চলা একটি মামলায় সামনে এল বিষয়টি। বিচারপতি অজয় কুমার গুপ্তার বেঞ্চে ছিল সেই চলছিল মামলার শুনানি।

প্রথমেই মামলাটির অতীত জেনে নেওয়া দরকার। ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর একটি অভিযোগ দায়ের হয়। সেখানে এক মহিলা তাঁর মা’কে হেনস্থা করার অভিযোগ তোলেন চারজনের বিরুদ্ধে। সেই মামলায় নাম থাকায় আদালতের দ্বারস্থ হন অন্যতম অভিযুক্ত। চারজন অভিযুক্তের মধ্যে ওই অভিযুক্ত একজন মহিলা। তিনি দাবি করেন, তাঁর কোনও দোষ নেই।

অভিযোগকারী মহিলা বলেছিলেন, তাঁর বাড়িতে ঢুকে পড়েছিলেন অন্যতম অভিযুক্ত, সেই সময় তিনি পোশাক বদলাচ্ছিলেন। তখনই ওই অভিযুক্ত তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ। এমনকী প্রলোভন দেখিয়ে যৌনতায় বাধ্য করার চেষ্টা অভিযোগও ওঠে।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের মধ্যে মামলাকারী মহিলা ও তাঁর বাবা ছিলন। তারা অভিযোগকারীর মাকে অত্যাচার করত বলে অভিযোগ করেন অভিযোগকারী। তদন্ত এগোনোর পর চার্জশিট পেশ করা হয়। সেখানে ওই মামলাকারী মহিলার (আর এক অভিযুক্তের মেয়ে) নামও ছিল। তিনি আদালতে দাবি করেন, কোনও দোষ না থাকা সত্ত্বেও তাঁর নাম চার্জশিটে লেখা হয়েছে।

সেই সঙ্গে আদালতে আরও সওয়াল করা হয় যে, ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ ধারায় কোনও মহিলাকে দোষী সাব্যস্ত করা যায় না। কেবলমাত্র পুরুষের ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য। আরও বলা হয় যে ওই ৩৫৪এ-এর শুরুতেই লেখা রয়েছে ‘A Man’, তাই মহিলাদের ক্ষেত্রে তা কার্যকর হয় না।

সওয়াল-জবাবের পর হাইকোর্ট বলেছে, মামলাকারীর বিরুদ্ধে কোনও অভিযোগ থাকবে না। শুধুমাত্র তাঁর বাবার নাম থাকবে অভিযুক্ত হিসেবে। আদালতের পর্যবেক্ষণ, তদন্তে মামলাকারীর বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, আইপিসি-র ৩৫৪ এ ধারায় মহিলাকে দোষী সাব্যস্ত করা যায় না। তাই মামলাকারীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করেছে আদালত।