Calcutta High Court: বিচারপতি সিনহার কাছ থেকে একগুচ্ছ মামলা গেল বিচারপতি ভরদ্বাজের কক্ষে
Calcutta High Court: শুক্রবারই দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের একটি মামলায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। একজন অভিযুক্তের জামিন পাওয়ার ৪ দিন পর মৃত্যু হওয়ায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই মামলাও এবার সরে যাবে বিচারপতি ভরদ্বাজের ঘরে।
কলকাতা: একাধিক মামলা সরে গেল বিচারপতি অমৃতা সিনহার ঘর থেকে। এতদিন পর্যন্ত পুলিশের অতি সক্রিয়তা বা পুলিশি নিষ্ক্রিয়তার মামলা শুনতেন বিচারপতি অমৃতা সিনহা। সেই সব মামলাগুলিকে এবার দুই ভাগে ভাগ করা হয়েছে। ২০২২ সালের আগের ও পরের মামলাগুলি পৃথক বেঞ্চে শুনানি হবে বলে জানা গিয়েছে।
২০২২ সালের আগের মামলাগুলি শুনবেন বিচারপতি অমৃতা সিনহা। তবে ২০২২ সালের পরের মামলাগুলি অর্থাৎ সাম্প্রতিক মামলাগুলি শুনবেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সাম্প্রতিক যে মামলাগুলিক নিষ্পত্তি হয়নি, সেগুলি সরে যাচ্ছে বিচারপতি সিনহার বেঞ্চ থেকে।
অন্যদিকে, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আসছে নতুন কিছু মামলা। এতদিন ধরে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলি শুনতেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবার সেই সব মামলা সরে যাচ্ছে বিচারপতি সিনহার বেঞ্চে।
উল্লেখ্য, শুক্রবারই দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের একটি মামলায় দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। একজন অভিযুক্তের জামিন পাওয়ার ৪ দিন পর মৃত্যু হওয়ায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই মামলাও এবার সরে যাবে বিচারপতি ভরদ্বাজের ঘরে।