Cash Recovered: ব্যাগ বোঝাই রাশি রাশি নোট, নগদ ৪৩ লক্ষ উদ্ধার খাস কলকাতায়

Cash Recovered: কয়েকদিন আগে খড়দহে এক অধ্য়াপকের বাড়ি থেকে কয়েক লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

Cash Recovered: ব্যাগ বোঝাই রাশি রাশি নোট, নগদ ৪৩ লক্ষ উদ্ধার খাস কলকাতায়
উদ্ধার বিপুল নগদ টাকা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 09, 2023 | 8:24 PM

কলকাতা: ফের শহরে উদ্ধার বিপুল নগদ টাকা (Cash Recovered)। সোমবার কলকাতার স্ট্র্যান্ড রোড থেকে উদ্ধার হল ৪৩ লক্ষ টাকা। লালবাজারের গুন্ডা দমন শাখার অভিযানে ওই টাকা উদ্ধার করা হয়েছে। সূত্রের খবর, ২ টি ব্যাগে ভরা প্রচুর ৫০০ টাকা, ১০০ টাকা ও ২০০০ টাকার নোট উদ্ধার করেছেন গোয়েন্দারা। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছেই ওই ব্যাগ ছিল বলে পুলিশ সূত্রে খবর। কোথা থেকে এই টাকা এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। চলতি মাসে পরপর নগদ উদ্ধারের ঘটনা সামনে আসছে রাজ্যে। কয়েকদিন আগেই পোস্তায় ৫০ লক্ষ টাকা উদ্ধার হওয়ায় গ্রেফতার করা হয় বাবা-ছেলেকে। এছাড়া খড়দহে এক অধ্যাপকের ফ্ল্যাট থেকে সম্প্রতি উদ্ধার হয়েছে নগদ ৩২ লক্ষ টাকা। আর এবার স্ট্র্যান্জ রোড।

পুলি সূত্রে খবর, এদিন বিকেলের দিকে ওই তিনজনকে কলকাতার রাস্তায় ইতস্তত ঘোরাফেরা করতে দেখা যায়। এরপরই বিষয়টা পুলিশের নজরে এলে তিনজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে গুন্ডা দমন শাখার আধিকারিকরা। তাঁদের কাছে পাওয়া যায় দুটি ব্যাগ। ব্যাগ খুলতেই বেরিয়ে আসে রাশি রাশি নগদ টাকা। বেশিরভাগই ছিল ৫০০ টাকার নোটের বান্ডিল। ওই টাকার উৎস কী, তাঁদের কাছে কীভাবে ওই টাকা এল, সে ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারেননি ওই তিনজন। এরপরই তাঁদের গ্রেফতার করা হয়েছে। হাওয়ালা যোগ থাকার কথাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী আধিকারিকরা। ধৃতদের নাম বিমল ওঝা, আমন কুমার তিওয়ারি ও বিমল কুমার দুদানি।

জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই পোস্তা থানা এলাকা থেকে উদ্ধার হয় ৫০ লক্ষ টাকা।একইসঙ্গে দু’জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম আনোয়ার হোসেন মোল্লা ও মোস্তাকিন মোল্লা। সে ক্ষেত্রেও হাওয়ালা যোগের অনুমান করেছিল পুলিশ। অন্যদিকে, আর খড়দহের অধ্যাপকের ফ্ল্যাট থেকে সম্প্রতি টাকা উদ্ধার করে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা। ওই ৩২ লক্ষ টাকা কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত চলছে।