Anubrata Mondal: গরু পাচার মামলায় গ্রেফতারির আশঙ্কা, হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের আইনজীবী আদালতে জানিয়েছেন, তদন্তে সাহায্য করতে প্রস্তুত, কিন্তু তাঁর মক্কেলের বিরুদ্ধে যেন কোনও কঠোর পদক্ষেপ না করা হয়। শুক্রবার শুনানির সম্ভবনা।
কলকাতা: গরু পাচার মামলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ১৪ মার্চ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য তাঁকে সমন পাঠিয়েছে সিবিআই। গ্রেফতারির আশঙ্কায় তার আগেই রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি। অনুব্রত মণ্ডলের আইনজীবী আদালতে জানিয়েছেন, তদন্তে সাহায্য করতে প্রস্তুত তাঁর মক্কেল, কিন্তু যেন কোনও কঠোর পদক্ষেপ না করা হয়। শুক্রবার শুনানির সম্ভবনা রয়েছে। প্রসঙ্গত, গত ৭ মার্চ অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠায় সিবিআই। ১৪ মার্চ নিজাম প্যালেসে অনুব্রত মণ্ডলকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকাল ১১টায় তাঁকে হাজিরা থাকতে বলা হয়েছে। এই নিয়ে চতুর্থবার তাঁকে তলব করা হয়েছে। শেষবার তাঁকে তলব করা হয়েছিল ২৫ ফেব্রুয়ারি। সেবার তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।
এর আগেও তিন বার তিনি কখনও নির্বাচনী ব্যস্ততা, কখনও আবার শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। গ্রেফতারি এড়াতে তিনি হাইকোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন। ২৫ ফেব্রুয়ারি অবশ্য অনুব্রত মণ্ডলের তরফে আইনজীবী আদালতের দ্বারস্থ হন। অনুব্রতর তরফ থেকে জানানো হয়, তিনি হাজিরা এড়াতে চান না। তিনি শারীরিক ভাবে অসুস্থ। অনুব্রত মণ্ডল জানিয়েছিলেন, গরু পাচার মামলায় তদন্তে সহযোগিতা করতে রাজি তিনি। জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে প্রস্তুত। কিন্তু কলকাতায় সিবিআই দফতরে গিয়ে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়, শারীরিক অসুস্থতার জন্য। বোলপুরে বাড়ির কাছাকাছি কিংবা কাছাকাছি কোথাও ডাকা হোক তাঁকে। এই মর্মে আইনজীবী মারফৎ চিঠিও পাঠিয়েছিলেন অনুব্রত মণ্ডল।
কিন্তু সেই চিঠির তোয়াক্কা না করেই ফের তলব সিবিআই-এর। গ্রেফতারির আশঙ্কায় ফের আদালতের দ্বারস্থ হন অনুব্রত মণ্ডল। এই নিয়ে অনুব্রত মণ্ডলের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।