CBI Raid: এসএসসির প্রাক্তন কর্মী শ্যামল কুমার সেনকে তলব সিবিআই-এর

CBI Raid: অভিযানের পর তাঁর বাড়ি সিলও করে দেয় পুলিশ। শ্যামল সেন ও তাঁর পরিবারের সদস্যদের ঘণ্টা আড়াই ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

CBI Raid: এসএসসির প্রাক্তন কর্মী শ্যামল কুমার সেনকে তলব সিবিআই-এর
প্রাক্তন এসএসসি কর্মীকে সিবিআই তলব
Follow Us:
| Edited By: | Updated on: Feb 21, 2023 | 2:57 PM

কলকাতা: এসএসসির প্রাক্তন কর্মী শ্যামল কুমার সেনের বাড়িতে অভিযানের পর এবার তাঁকে ডেকে পাঠাল সিবিআই। সোমবারই অভিযান শেষের পর চলতি সপ্তাহে তাঁকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। আনতে বলা হয়েছে বেশ কিছু নথি। ইতিমধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য হাতে পেয়েছে সিবিআই। সূত্রের খবর, তাঁকে সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে আসতে বলা হয়েছে। সোমবার বরানগর বারুইপাড়া লেনে অভিযান চালাল সিবিআই-এর বিশেষ দল। বরানগরের বাসিন্দা শ্যামল কুমার সেনের বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা। অভিযানের পর তাঁর বাড়ি সিলও করে দেয় পুলিশ। শ্যামল সেন ও তাঁর পরিবারের সদস্যদের ঘণ্টা আড়াই ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।

নিয়োগ দুর্নীতিতে তৎপর সিবিআই কর্তারা। গত ৭২ ঘণ্টায় ৮ জনকে গ্রেফতার করেছে সিবিআই। এই শ্যামল সেনও নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান হিসাবে কাজ করতেন বলে মনে করছেন সিবিআই কর্তারা। তাঁর বেশ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যেখানে হিসাব বহির্ভূত লেনদেন হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, কয়েক কোটি টাকার লেনদেন হয়েছে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে।

সিবিআই স্ক্যানারে রঞ্জন সহ ৬ এজেন্ট। তৃণমূল নেতা শাহিদ ইমামকে লাগাতার জেরা সিবিআইয়ের। তাঁর থেকে প্রচুর তথ্য পেয়েছে সিবিআই। সেই জন্য তিনদিনের পুলিশ হেফাজতের সুযোগ থাকলেও শাহিদের জেল হেফাজত চেয়েছে সিবিআই। এদিকে, তাপস মণ্ডলকে জেরা করার পরই উঠে এসেছে বেশ কয়েকজনের নাম।

তথ্যের ভিত্তিতে সিবিআই-এর দাবি,এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার হয়ে কাজ করতে শ্যামল। তাঁর নির্দেশে চাকরিপ্রার্থীদের সঙ্গে যোগাযোগ ও টাকা তুলে পৌঁছে দেওয়ার কাজ করতেন শ্যামল। উপদেষ্টা কমিটির চেয়ারম্যান এসপি সিনহার কাছ থেকে তার বদলে ‘কমিশন’ও পেতেন তিনি। সিবিআই জানতে পেরেছে, নিয়োগ দুর্নীতির টাকায় বরানগরের দুটি ফ্ল্যাট কেনেন এসএসসি-র প্রাক্তন এই কর্মী। সেই ফ্ল্যাটই সিল করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।