UGC NET-2024: নেট বিতর্কের মধ্যেই সিবিআই দিল বড় চাল, বড় কিছু ফাঁস হবে এবার?
CBI: শিক্ষামন্ত্রকের সচিবের তরফ থেকে সিবিআইকে একটি চিঠি দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার মারফত একটি রিপোর্ট তাঁদের কাছে আসে। সেখানে উল্লেখ করা হয় যে ইউজিসি নেট ২০২৪ পরীক্ষার ক্ষেত্রে গরমিল থাকতে পারে বা সমস্যা তৈরি হতে পারে।
কলকাতা: ইউজিসি-নেটের (UGC-NET 2024) প্রশ্নফাঁস বিতর্ক তো চলছেই। এরইমধ্যে নয়া মোড় এবার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই মামলা দায়ের করে তদন্ত শুরু করল এবার। বুধবার ইউজিসি-নেট পরীক্ষা বাতিল করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। আর বৃহস্পতিবারই সিবিআই এ সংক্রান্ত একটি মামলা রুজু করেছে।
শিক্ষামন্ত্রকের সচিবের তরফ থেকে সিবিআইকে একটি চিঠি দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার মারফত একটি রিপোর্ট তাঁদের কাছে আসে। সেখানে উল্লেখ করা হয় যে ইউজিসি নেট ২০২৪ পরীক্ষার ক্ষেত্রে গরমিল থাকতে পারে বা সমস্যা তৈরি হতে পারে। সেই ভিত্তিতেই তাঁরা সিবিআইকে একটি চিঠি লেখে এবং তদন্তের দাবি করে। তারই সূত্র ধরে বৃহস্পতিবার সিবিআই একটি মামলা রুজু করেছে। ৪২০ ধারা অর্থাৎ প্রতারণা এবং ১২০বি ধারা অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগের তদন্ত করতে চাইছে সিবিআই।
এর আগে নিট (NEET) পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে। বিশেষ তদন্ত কমিটিও গঠন করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। প্রশাসক, মনোবিজ্ঞানী, প্রযুক্তিবিদ, বৈজ্ঞানিক এবং উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে এই কমিটি গঠন করা হয়। এদিনই সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ হোক বা অন্য কোনও ক্ষেত্রে কোনওরকম কারচুপির প্রমাণ পাওয়া গেলে, কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে নিট বাতিল সংক্রান্ত কোনও ঘোষণা এখনও সরকার করেনি। যদিও ইউজিসি-নেট বাতিল হয়েছে পরীক্ষা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে।